শিরোনাম
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংবাদ সম্মেলনে অভিযোগ

রিভা-রাজিয়াকে রক্ষা করতে চাইছে কেন্দ্রীয় ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

‘ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সদ্য স্থগিত কমিটির সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে রক্ষা করতে চাইছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তাই তাদের বাদ দিয়ে একপক্ষীয়ভাবে ইডেন ছাত্রলীগের অনেক নেত্রী ও কর্মীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। আমরা এ বহিষ্কারাদেশ মানি না।’ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত ও ১৬ জনকে স্থায়ী বহিষ্কারের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বহিষ্কৃৃতরা নেত্রীরা। ইডেন কলেজ ক্যাম্পাসে গতকাল বেলা সাড়ে ১১টায় এর আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ইডেন ছাত্রলীগের সহসভাপতি (বহিষ্কৃত) সুস্মিতা বাড়ৈ, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, সাদিয়া জাহান সাথীসহ অন্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তারা বলেন, ‘ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির হাজার হাজার প্রমাণ, অধ্যক্ষকে নিয়ে কটূক্তিসহ বিস্তর অভিযোগ রয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদকের মাধ্যমে অনেক শিক্ষার্থী হয়রানির শিকার হন, এমন অভিযোগ শিক্ষার্থীদের কাছেও পেয়েছি। তা সত্ত্বেও তাদের কেন বহিষ্কার করা হলো না? তাদের বহিষ্কার না করা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের ব্যর্থতা।

সংঘর্ষ হলেও শুধু একটি পক্ষকে কেন গণহারে স্থায়ী বহিষ্কার করা হলো? কারা এর পেছনে রয়েছে সে বিষয়ে সুষ্ঠু জবাব থাকতে হবে। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের প্রতিহিংসার শিকার, তা স্পষ্ট।’ তারা বলেন, ‘ইডেনে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। কারণ দর্শানোর সুযোগ না দিয়ে এভাবে কেন আমাদের স্থায়ী বহিষ্কার করা হলো? এ বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’ এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা। বহিষ্কৃত নেত্রীদের অনশন করার কথা থাকলেও তারা কার্যালয়ের সামনে গিয়ে অনশন না করে ক্যাম্পাসে ফিরে যান। বহিষ্কার হওয়া আফরোজা রশ্মি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা অনশন করতে গেলে দলীয় নেতারা বিষয়টি সমাধানে কথা বলবেন বলে জানালে কলেজ ক্যাম্পাসে ফিরে আসি।’ গতকাল রাত পর্যন্ত তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানা ক্যাম্পাসে আসেননি। প্রসঙ্গত, রবিবার ইডেন ছাত্রলীগের (স্থগিত কমিটির) সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ক্যাম্পাসে তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন ছাত্রলীগের ২৫ জন নেত্রী। পরে সন্ধ্যায় সভাপতি-সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন করতে গেলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। সংগঠনের শৃঙ্খলাভঙ্গের দায়ে ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা সবাই তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানার বিরুদ্ধপক্ষ হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর