শিরোনাম
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

বাইডেনের আর ভোটে লড়াই ঠিক হবে না : জনমত জরিপ

প্রতিদিন ডেস্ক

বাইডেনের আর ভোটে লড়াই ঠিক হবে না : জনমত জরিপ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনসমর্থন কোন পর্যায়ে পৌঁছেছে তা এক জনমত জরিপে উঠে এসেছে। এ জনমত অনুযায়ী আমেরিকার ডেমোক্র্যাটিক দলের বেশির ভাগ ভোটারই মনে করছেন, ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত হবে না। সূত্র : সিএনএন মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট যৌথভাবে এ জরিপ পরিচালনা করেছে এবং তার ফলাফলে এ তথ্য উঠে এসেছে। এতে শতকরা ৩৯ ভাগ ভোটার জানিয়েছেন, প্রেসিডেন্ট ভালোভাবে দায়িত্ব পালন করছেন; অন্যদিকে শতকরা ৫৩ ভাগ ভোটার বাইডেনের দায়িত্ব পালনের ব্যাপারে সন্তুষ্ট নন। কারণ আমেরিকায় গত ৪০ বছরের মধ্যে এ বছর সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এতে তাঁর জনসমর্থন ব্যাপকভাবে কমে গেছে। রবিবার এ জরিপ ফলাফলটি প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, জরিপে অংশ নেওয়া শতকরা ৫৬ ভাগ ডেমোক্র্যাট ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের প্রার্থী হওয়ার বিরোধিতা করেছেন। জরিপে অংশ নেওয়া মাত্র ৯ ভাগ মানুষ বলেছেন, এ ব্যাপারে তাঁদের কোনো মতামত নেই।

৩৫ ভাগ ডেমোক্র্যাট এবং কিছুটা স্বতন্ত্র ধারার ডেমোক্র্যাটরা বলেছেন, ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে যখন শপথ নিয়েছেন তখনই বাইডেন অনেক বেশি বৃদ্ধ ছিলেন, সে ক্ষেত্রে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তাঁর উচিত হবে না। প্রসঙ্গত, সাম্প্রতিক দিনগুলোয় প্রেসিডেন্ট বাইডেন প্রায়ই সবাইকে বলছেন, তিনি ২০২৪ সালের নির্বাচনে দ্বিতীয় দফা প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু বেশির ভাগ ডেমোক্র্যাট নিশ্চিত নন যে, বাইডেন তাঁর এ পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবেন। অবশ্য তাঁর ঘনিষ্ঠ মিত্ররা এরই মধ্যে জোর দিয়ে বলছেন, বাইডেন ২০২৪ সালে নির্বাচন করতে আগ্রহী। গত সপ্তাহে মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে বাইডেনের কাছে জানতে চাওয়া হয় নির্বাচনের ব্যাপারে তিনি আগ্রহী কি না। জবাবে বাইডেন বলেন, এখনই এটি বলা উচিত হবে না, নির্বাচনের এখনো অনেক সময় বাকি। তিনি বলেন, ‘আমি ভাগ্যকে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এখন পর্যন্ত আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। এখনো সময় আছে; সে ক্ষেত্রে আগামী বছরের শেষের দিকে গিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে- কী করব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর