বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ভুল নিয়ে উত্তাপ পশ্চিমবঙ্গের রাজনীতিতে

দীপক দেবনাথ, কলকাতা

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাস্ত্ররীতি উপেক্ষা করে দুর্গাপূজা উদ্বোধনের সময় ভুল উচ্চারণ করা এবং তাঁর দলের এক নেতার বিতর্কিত তর্পণ- এ দুটি ঘটনায় তেতে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। তৃণমূল কংগ্রেস নেতা সাবেক মন্ত্রী মদন মিত্র মহালয়ার দিন (রবিবার) কলকাতার বাবুঘাটে রাজ্যটির বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের ছবিতে মালা দেন। সনাতনধর্মে কেবল মৃতের উদ্দেশেই তর্পণ করা যায়। রাজ্য থেকে বিজেপির বিদায় চেয়েই এ তর্পণ মদনের।

তাঁর যুক্তি : তিনি শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষকে ‘প্রতীক’ করেছেন। মদন মিত্র বলেন, ‘এঁরা বেঁচে থাকুক, সপরিবারে সুস্থ থাকুক। কিন্তু বিজেপির রাজনৈতিকভাবে যে অপমৃত্যু ঘটবে তার তর্পণ করার জন্য লোক পাওয়া যাবে না। তাই আমি আগাম সেই তর্পণ করে গেলাম।’ মদন যখন বিজেপি নেতাদের ছবিতে মালা দিচ্ছিলেন তখন ‘বল হরি, হরি বোল’ ধ্বনি দিতেও শোনা যায়। এর পরই বিতর্ক শুরু। বলা হচ্ছে, দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে কীভাবে তিনি জীবিত মানুষের ছবিতে মালা দিতে পারেন? এ ঘটনার পরই মদনের বিরুদ্ধে বালি থানায় অভিযোগ করেছে বিজেপি। গতকাল দিলীপ ঘোষ বলেছেন, ‘রাজনীতিকে তৃণমূল কোন জায়গায় নিয়ে গেছে এবার মানুষ দেখুক। মদন তো সাধারণ লোক নন, একসময় মন্ত্রী ছিলেন। কিন্তু তাঁর আচরণ ভেবে দেখা উচিত। এজন্যই লোকে রাজনীতিবিদদের নিয়ে উল্টাপাল্টা কথা বলে। কেন বলে তা মদন মিত্রের মতো লোক দেখলে বোঝা যায়। নিজে জেল খেটে এসেছেন। পশ্চিমবঙ্গের রাজনীতির এ পতন আমরা দেখিনি।’ শাস্ত্রমতে মহালয়ার দিনই পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয়। কিন্তু তার আগেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা তিনটি পূজামণ্ডপ উদ্বোধন করে বিরোধীদের সমালোচনার মুখে পড়েন। টুইট করে  বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী লেখেন, ‘বাংলার লজ্জা পিতৃপক্ষে দুর্গাপূজার উদ্বোধন করে দিলেন মমতা। দেবীপক্ষে নবরাত্রি শুরু হলে মায়ের আরাধনা হয়। বাঙালির সবটাই একা শেষ করে দেওয়ার সংকল্প নিয়েছেন।’ বৃহস্পতিবারই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা উদ্বোধনের মঞ্চেও মন্ত্র পাঠ করার সময় দুবার থেমে যান মুখ্যমন্ত্রী। মমতার উচ্চারিত ওই ভুল মন্ত্রই এখন প্রতিটি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। বিজেপির টুইটারে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আবারও ভুল মন্ত্র পাঠ! মমতা ব্যানার্জির পক্ষেই এটা সম্ভব।’

 

সর্বশেষ খবর