বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গাড়ি আটকে ডিবি পরিচয়ে উৎকোচ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে পর্যটকবাহী মাইক্রোবাস আটকে ডিবি পুলিশ পরিচয়ে ২০ হাজার টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন ১১ বন্ধু ও সহকর্মী। ফেরার পথে বরিশালে তাদের মাইক্রোবাস তল্লাশি করে চার পিস বিয়ার উদ্ধার করেন গোয়েন্দা পুলিশ পরিচয়ধারী কয়েকজন। হাতকড়াও পরানো হয় তাদের। থানায় সোপর্দ করার ভয় দেখিয়ে প্রথম ১ লাখ টাকা দাবি করা হয় তাদের কাছে। শেষ পর্যন্ত বিকাশ নম্বরে ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের। গত সোমবার রাতে বাংলাবাজার মোড় থেকে আমতলা পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ১১ জন গাজীপুরের কোনাবাড়ির একটি গার্মেন্ট কারখানার কর্মী ও তাদের বন্ধু। এর একজনের বাড়ি বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকায়। ওই পর্যটক অভিযোগ করেন, বরিশাল নগরীর একটি অভিজাত ক্লাব থেকে চারটি বিয়ার কিনে মাইক্রোবাসে দক্ষিণ আলেকান্দার দিকে যাচ্ছিলেন তাদের তিন বন্ধু। বাংলাবাজার মোড় অতিক্রমকালে দুটি মোটরসাইকেল আরোহী কয়েকজন তাদের মাইক্রোবাসটির গতিরোধ করে। গাড়িতে অবৈধ মালামাল আছে বলে ডিবি পুলিশ পরিচয়দানকারীরা গাড়ি তল্লাশি করতে চায়। দুজনের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে তিনজনের হাতেই হাতকড়া পরিয়ে দেয় তারা। একপর্যায়ে ডিবি পরিচয়দানকারীদের দেওয়া ০১৭১৮৬২২৮০৪ নম্বরের বিকাশে ২০ হাজার টাকা পাঠিয়ে তবেই মুক্তি পান তারা।

পর্যটকদের আটকিয়ে অর্থ আদায়ের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হুমাউন কবির জানান, সোমবার রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টার মধ্যে ডিবির কোনো দল রাস্তায় ছিল না। এ বিষয়ে মুঠোফোনে বিএমপির গোয়েন্দা পুলিশের উপকমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, তিনি পুরো বিষয়টি জেনেছেন। তদন্ত চলছে। যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।

 

সর্বশেষ খবর