শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

অপরিকল্পিত শিক্ষাব্যবস্থায় হযবরল পরিস্থিতি

-ড. সৈয়দ আনোয়ার হোসেন

অপরিকল্পিত শিক্ষাব্যবস্থায় হযবরল পরিস্থিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, ক্ষতি পুষিয়ে নিতে নতুন একটি পরিকল্পনা দরকার ছিল শিক্ষা খাত নিয়ে। সেটি না করে সিলেবাস সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। আসলে শিক্ষা নিয়ে আগাম পরিকল্পনা নেই সরকারের। অপরিকল্পিত শিক্ষাব্যবস্থা হযবরল পরিস্থিতির সৃষ্টি করেছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ছাত্রছাত্রীদের অটো প্রমোশন আর সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ায় সামগ্রিকভাবে তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। স্কুল-কলেজ খোলার পর ক্ষতি পোষাতে প্রয়োজনীয় উদ্যোগ না থাকায় ছাত্রছাত্রীরা এখন কোচিং আর প্রাইভেট টিউটরের শরণাপন্ন হচ্ছে। এ শিক্ষাবিদ বলেন, শিক্ষাব্যবস্থা ধ্বংস হলে গোটা দেশই ধ্বংস হয়ে যায়। শিক্ষার সব পর্যায়ে লেজেগোবরে অবস্থা- যার ফল বয়ে বেড়াচ্ছে ছাত্রছাত্রীরা। করোনায় শিক্ষা খাতে যে ক্ষতি হয়েছে তা পূরণ হয়নি। করোনার সময় সবকিছু স্বাভাবিক চললেও দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। এটি ছিল ভুল সিদ্ধান্ত। শিক্ষার স্বার্থে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

সর্বশেষ খবর