রবিবার, ২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

শ্বাসতন্ত্রের রোগী বাড়ছে

- ডা. আবু রায়হান

শ্বাসতন্ত্রের রোগী বাড়ছে

বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ডা. মো. আবু রায়হান বলেছেন, বায়ুদূষণের কারণে ফুসফুস ও মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি হচ্ছে। শ্বাসতন্ত্রের রোগী প্রতিনিয়ত বাড়ছে। সম্প্রতি সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) নামক রোগটি ব্যাপক আকার ধারণ করেছে। বাংলাদেশে মৃত্যুর তৃতীয় কারণ এ রোগ। এ রোগের সঙ্গে বায়ুদূষণ ওতপ্রোত জড়িত।

তিনি বলেন, আমাদের শ্বাসতন্ত্র সরাসরি বাতাসের সঙ্গে সংযুক্ত। দূষিত বাতাস শ্বাসতন্ত্র হয়ে রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করে। কিডনি বিকলের পেছনেও দূষিত বায়ুর দায় আছে। বায়ুদূষণের কারণে শ্বাসকষ্টের রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। রাজধানীতে শ্বাসকষ্ট, যক্ষ্মা, হাঁপানি, চোখের সমস্যা, ব্রঙ্কাইটিস, ফুসফুসে ক্যান্সারের রোগীর সংখ্যাই বেশি। এর অন্যতম কারণ বায়ুদূষণ। ধুলাদূষণের প্রভাব শিশুদের ওপর বেশি পড়ে। যার কারণে শিশুরা নিউমোনিয়া, সর্দি, ব্রঙ্কাইটিস ইত্যাদিতে আক্রান্ত হয়। অ্যালার্জির প্রধান কারণ বায়ুদূষণ। অ্যালার্জি পরে অ্যাজমায় রূপান্তরিত হয়। শীতকালে কুয়াশা তৈরি হয় ধুলার সঙ্গে জলীয় বাষ্প মিলে। যেখানে ধুলা বেশি, কুয়াশাও সেখানে বেশি। এ কুয়াশা ফুসফুসে গিয়ে শ্বাসতন্ত্রের নানা রোগ সৃষ্টি করে। এজন্য শীতকালে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমার মতো রোগ বেড়ে যায়। দূষণ কমলে বায়ুদূষণের কারণে যে রোগগুলো হয়, তা কমে যেত। ডা. রায়হান বলেন, বায়ুতে কার্বন মনোক্সাইড বাড়লে তা ফুসফুস দ্বারা শোষিত হয়ে রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে কার্বক্সিল হিমোগ্লোবিন গঠন করে। এতে রক্তে অক্সিজেন পরিবহন বাধাগ্রস্ত হয়। বায়ুমন্ডলে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে এ গ্যাস থেকে আরও কিছু অকাক্সিক্ষত উপাদানের সৃষ্টি হয়, যেমন সালফিউরিক অ্যাসিড। এ অ্যাসিডের সূক্ষ্ম কণা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করে ফুসফুসের ক্ষতিসাধন করে। ওজোন গ্যাস সালফার ডাইঅক্সাইডের তুলনায় আরও দ্রুত ফুসফুসে প্রবেশ করে। খুব সামান্য পরিমাণ ওজোনের উপস্থিতি শ্বাসজনিত সমস্যা, এমনকি হৃৎপিন্ডের সমস্যা সৃষ্টি করে ও রক্তক্ষরণও হতে পারে। এ ছাড়া বায়ুর হাইড্রোকার্বনের কারণে ফুসফুসে ক্যান্সার হয়। গাড়ির ধোঁয়া থেকে নির্গত সিসা বিষ। এটা শিশুদের মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে। সিসাজাতীয় কণা বেরিলিওসিস রোগের সৃষ্টি করে।

সর্বশেষ খবর