শিরোনাম
রবিবার, ২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ বস্তা টাকা

প্রতিদিন ডেস্ক

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক ২ মাস ২৯ দিন পর আবারও খোলা হয়েছে। এরপর ছোটবড় ১৫টি বস্তায় টাকাগুলো ভরে গোনার কাজে নেওয়া হয়। গতকাল সকালে মসজিদের আটটি দান সিন্দুক খোলার পর শুরু হয় দিনব্যাপী টাকা গোনার কাজ।

টাকা গোনার কাজ তদারকি করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ও পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত উদ্দিন ভূঞা প্রমুখ।

সাধারণত তিন মাস পরপর পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়। এবার দুই মাস ২৯ দিন পর খোলা হলো। এর আগে সবশেষ ২ জুলাই মসজিদের সিন্দুকগুলো খুলে গুনে ৩ কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা পাওয়া যায়। এ ছাড়া সোনা, রুপাসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়।

কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে আনুমানিক ৪ একর জায়গায় ‘পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স’ অবস্থিত। প্রায় আড়াই শ বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয় বলে ইতিহাসসূত্রে জানা যায়। এ মসজিদের প্রতিষ্ঠা নিয়ে অনেক কাহিনি প্রচলিত, যা ভক্ত ও মুসল্লিদের আকর্ষণ করে।

সাধারণ মানুষের বিশ্বাস, এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। আর এ কারণে মূলত দূরদূরান্তের মানুষও এখানে মানত করেন।

 

সর্বশেষ খবর