রবিবার, ২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

পালানো আসামি তিন মাস পর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

পুলিশ হেফাজত থেকে পালানোর তিন মাস পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মোজাম্মেল হক ওরফে ভুলুকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল সকালে ঢাকার সাভার থানার হেমায়েতপুর মোল্লাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ২৬ জুন রাতে পুলিশ হেফাজতে ঠাকুরগাঁও জেলা  কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার পথে বগুড়ার শাহজাহানপুর থানার রহিমাবাদ এলাকা থেকে পালিয়ে যান ভুলু। গতকাল এসব তথ্য জানান এটিইউ’র এসপি (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান। তিনি বলেন, পুলিশ হেফাজত থেকে পালানোর পর ভুলুর বিরুদ্ধে শাহজাহানপুর থানায় একটি মামলা করা হয়। ভুলুর বিরুদ্ধে ২০২০ সালের ১ মার্চ দায়ের হওয়া একটি মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও ৬টি মামলা পাওয়া গেছে। মাদক সম্রাট হিসেবে খ্যাত ভুলুর বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গায়।

সর্বশেষ খবর