বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

দল পুনর্গঠনের পাশাপাশি আন্দোলন

------ সৈয়দ সাবেরুল হক সাবু, বিএনপি

দল পুনর্গঠনের পাশাপাশি আন্দোলন

যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু বলেছেন, কেন্দ্রীয় কর্মসূচি পালনের পাশাপাশি তৃণমূল পর্যায় পর্যন্ত দলকে পুনর্গঠনের জন্য যশোর জেলা বিএনপি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেওয়া নীতিমালা  অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা দল পুনর্গঠন করছি। সব উপজেলার ইউনিয়নগুলোর ওয়ার্ড কমিটিতে জনপ্রিয় নেতারাই কমিটিতে আসছেন। সেখান থেকে সরাসরি ব্যালটে ভোটের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠিত হচ্ছে। একই প্রক্রিয়ায় পৌরসভা কমিটিগুলোও হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। সাবেরুল হক সাবু বলেন, সম্প্রতি দলের বেনাপোল পৌর কমিটি উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে গঠিত হয়েছে। সব উপজেলাতেই এক-দুইটা করে ইউনিয়নের সম্মেলন বাকি আছে। অর্থাৎ প্রায় কাজ শেষ করে ফেলেছি আমরা। চৌগাছা উপজেলার ১১টা ইউনিয়নের ১০টাতেই সম্মেলন হয়ে গেছে। একটা বাকি আছে। ঝিকরগাছা উপজেলায় একটি ইউনিয়নের দুটো ওয়ার্ড বাকি আছে, অন্য সবগুলোতে সম্মেলন হয়ে গেছে। বাকি উপজেলাগুলোতেও প্রায় সব হয়ে গেছে। আগামি নভেম্বরের তৃতীয় সপ্তাহে জেলা সম্মেলন করার চিন্তা করছি। সাবু বলেন, দল পুনর্গঠনের সঙ্গে সঙ্গে যশোরে সব কেন্দ্রীয় কর্মসূচিই আমরা পালন করে যাচ্ছি। এর সঙ্গে যদি স্থানীয় কোন প্রেক্ষাপট তৈরি হয়, সেগুলোকেও গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, যশোর বিএনপির সব প্রোগ্রামগুলোতে জনসম্পৃক্ততা অনেক বেড়েছে। দলের যেসব নেতা-কর্মী গত ১০/১১ বছর ধরে নিস্ক্রিয় ছিল, তারাও সক্রিয় হচ্ছেন, কর্মসূচিগুলোতে আসতে শুরু করেছেন।

এক প্রশ্নের জবাবে সাবেরুল হক সাবু বলেন, কর্মসূচিগুলোতে বিভিন্নভাবে বাঁধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি রাতের অন্ধকারে যশোর জেলা বিএনপির শীর্ষ সব নেতার বাড়িতে হামলা করে ভাংচুর করা হয়েছে। সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাড়িতেও দুই দফা হামলা হয়েছে। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। নেতা-কর্মীদের একেকজনের বিরুদ্ধে ৪০-৫০টা করে মামলা। এসবকিছু উপেক্ষা করেই বিএনপির নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছেন। কোন বাঁধাই তারা মানছেন না। এসব পরোয়া করার সময়ও এখন নেই। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ইতিমধ্যেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যতো কৌশলই প্রয়োগ করুক না কেন, কোন প্রক্রিয়াতেই সরকারের আর ক্ষমতায় থাকার সুযোগ আছে বলে মনে হয় না। দীর্ঘ সময় ধরে তারা গণতন্ত্রকে রুদ্ধ করে রেখেছে। দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। এখান থেকে মুক্ত হওয়ার জন্য জনগণের যে আকাঙ্খা, তা একটা যৌক্তিক পরিণতির দিকে যাচ্ছে। মানুষ তার প্রয়োজনেই এখন আমাদের সাথে আসছে। সাবেরুল হক সাবু বলেন, মামলা-হামলা নিয়ে আমাদের কোন অভিযোগ নেই। যতো খুশি মামলা দিক, মোকাবিলা করব। আন্দোলনও করবো।

সর্বশেষ খবর