বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কেন্দ্রীয় কর্মসূচি ও দল গোছানো চলছে

------ মুফতি ফিরোজ শাহ, জাতীয় পার্টি

কেন্দ্রীয় কর্মসূচি ও দল গোছানো চলছে

যশোর জাতীয় পার্টির সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ বলেছেন, আগামি ১২ নভেম্বর জেলা কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে জেলার ৮ উপজেলার মধ্যে ৫টিতে সম্মেলন হবে। এসব উপজেলার ইউনিয়নগুলোতে ইতিমধ্যেই সম্মেলন হয়ে গেছে। কিছু স্থানে ব্যালটের মাধ্যমে এবং কিছু স্থানে কণ্ঠভোটে কমিটি হয়েছে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন।

দলটির অনেক নেতা-কর্মী অভিযোগ করেছেন, বর্তমানে যশোরে জাতীয় পার্টির ছন্নছাড়া অবস্থা। দলটি আহ্বায়ক আলহাজ্ব আজিজুর রহমান আজি শহরে থাকেন না। তিনি তার এলাকা সদর উপজেলার চুড়ামনকাঠিতেই থাকেন সবসময়। কর্মসূচি পালন বা দলকে সুসংগঠিত করতে শীর্ষ নেতৃবৃন্দের তেমন কোন তৎপরতাই নেই। এসব অভিযোগের ব্যাপারে সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমি মানববন্ধন, মিছিল-সমাবেশ করছি। দ্রব্যমুল্যেল উর্ধগতির প্রতিবাদেও আমরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছি। এমন কোন কেন্দ্রীয় কর্মসূচি নেই যা আমরা পালন করিনি। তিনি বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন হচ্ছে। সেসব সম্মেলনে আমি নিজে গেছি। দলের কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে। সদস্য সচিব হিসেবে সবাইকে কাছে টানা আমার দায়িত্ব। সবাইকে মূল্যায়ন করার চেষ্টা করি। মুফতি ফিরোজ বলেন, দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামি সংসদ নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। জেলার ৬টি আসনেই আমরা প্রার্থী দেবো। ৫টি আসনে প্রার্থী চুড়ান্ত হয়ে গেছে। বাকি আছে যশোর-১ (শার্শা উপজেলা) আসনটি। এ আসনের প্রার্থীও শিগগিরই চুড়ান্ত হয়ে যাবে। তিনি বলেন, পার্টির চেয়ারম্যানের স্পষ্ট কথা, নিজের জন্য নয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করি। এক প্রশ্নের জবাবে মুফতি ফিরোজ বলেন, মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্রসমাজ, জাতীয় কৃষক পার্টি, স্বেচ্চাসেবক পার্টি, তরুণ পার্টি, জাতীয় মহিলা পার্টি, জাতীয় শ্রমিক পার্টি এবং জাতীয় সৈনিক পার্টি যশোরে সক্রিয় আছে। এসব সংগঠনগুলোর বেশিরভাগের কমিটি পুনর্গঠনের কাজ চলছে।

সর্বশেষ খবর