বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ফল খারাপ হওয়ায় আত্মগোপনে যান শাফায়ত : এটিইউ

নিজস্ব প্রতিবেদক

নিখোঁজের তিন বছর পর ময়মনসিংহের ত্রিশালের বাসিন্দা মো. শাফায়ত আল হোসাইনকে উদ্ধার করেছে অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)। সোমবার ময়মনসিংহ কোতোয়ালি থানার আর কে মিশন রোডের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। ময়মনসিংহ নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র থাকা অবস্থায় ২০১৯ সালের ২৫ জুন নিখোঁজ হন শাফায়ত। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। উদ্ধারের পর  শাফায়ত পুলিশকে জানিয়েছেন, একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষার ফল খারাপ হওয়ায় পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মগোপনে যান তিনি। গতকাল এসব তথ্য নিশ্চিত করেন এটিইউর এসপি (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান। তিনি বলেন, ২০১৮ সালে শাফায়ত ময়মনসিংহ নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন। পড়াশোনার সময় প্রোগ্রামিংয়ে কাজ করতে গিয়ে প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা ব্যয় করতেন। এজন্য তার এইচএসসি মূল পরীক্ষায় গ্যাপ তৈরি হয়। ফলে লেখাপড়ায় বন্ধুদের থেকে অনেকটাই পিছিয়ে পড়ে তিনি। একপর্যায়ে মানসিক চাপে পড়েন। একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় বাবার সঙ্গে তার মনোমালিন্যও হয়। একপর্যায়ে শাফায়ত বাড়ি থেকে বের হয়ে যান এবং তিন বছরের অধিক সময় দেশের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে সর্বশেষ চট্টগ্রামে গিয়ে কম্পিউটারের দোকানে কাজ করতে থাকেন। এটিইউ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এবং তাকে নিকটাত্মীয় ও বন্ধুর সহযোগিতায় বাড়ি ফেরার জন্য আহ্বান জানায়। একপর্যায়ে তিনি বাড়ি ফিরতে রাজি হন এবং তাকে বাড়ি ফেরত আনতে সক্ষম হন তারা।

এটিইউ কর্মকর্তা আসলাম আরও বলেন, শাফায়ত নিখোঁজের সংবাদ সে সময় মিডিয়ায় প্রকাশিত হলে বিভিন্ন স্থান থেকে মুক্তিপণ দাবি করা হয়। তার পরিপ্রেক্ষিতে শাফায়তের বাবা আফজাল হোসেন ছেলে অপহৃত হয়েছে ভেবে ময়মনসিংহ কোতোয়ালি থানায় অপহরণ মামলা করেন। দীর্ঘদিনেও কোনো কূলকিনারা না হওয়ায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি তদন্তের জন্য এটিইউতে হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর