বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

যুবলীগ নেতাকে ধাক্কা দিয়ে হত্যার ঘটনায় বাসচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিলাস পরিবহনের একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে যুবলীগ নেতা ফারুককে ধাক্কা দিয়ে হত্যার ঘটনায় বাসচালক রাজিব চন্দ্র সরকারকে গ্রেফতার  করেছে  র‌্যাব।

গতকাল কুমিল্লার দাউদকান্দি থানার শহীদনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর ধোলাইপাড়ে র‌্যাব-১০-এর কোম্পানি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি বলেন, গত ২৯ সেপ্টেম্বর মো. ফারুক (৩৬) ব্যবসায়িক কাজের জন্য নিজ বাসা থেকে মতিঝিল যাচ্ছিলেন। তিনি যাত্রাবাড়ী থানার মাতুয়াইল হাশেম রোড মোড়ে মহাসড়ক এলাকায় রাস্তা পারাপারের জন্য দাঁড়ান। তখন ঢাকান্ডচট্টগ্রাম মহাসড়কে বিলাস পরিবহনের একটি বাস ও অজ্ঞাতনামা অপর একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে চলছিল। এ সময় বিলাস পরিবহনের বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে ফারুককে ধাক্কা দেয়। এতে তিনি মারা যান। পরবর্তীতে যাত্রাবাড়ী থানা পুলিশ ফারুকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় এবং বাসটি জব্দ করে। নিহত ফারুকের পরিবারের পক্ষ থেকে বিলাস পরিবহনের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন। ওই ঘটনায় র‌্যাব ছায়া তদন্ত করে এবং জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল কুমিল্লা থেকে বিলাস পরিবহনের বাসচালক রাজিবকে গ্রেফতার করা হয়। জানা গেছে, নিহত ফারুক লক্ষ্মীপুরের রামগতী উপজেলার পূর্ব চরসিদা গ্রামের মোহাম্মদ উল্লাহ মাস্টারের ছেলে। তিনি পরিবার নিয়ে ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল ইসলাম নগর এলাকায় থাকতেন। তিনি মাতুয়াইল ইসলামনগর এলাকায় ব্যবসা করতেন।

সর্বশেষ খবর