শিরোনাম
বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মালয়েশিয়ায় অপহরণ মুক্তিপণ আদায় বরগুনায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

টাঙ্গাইলের মালয়েশিয়া প্রবাসী সোহেল মিয়াকে (৩৯) অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে এ চক্রের দেশীয় এজেন্ট মো. নাসির উদ্দিনকে বরগুনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। সোমবার গভীর রাতে জেলার বামনার কুলপাটোয়া থেকে তাকে গ্রেফতার ও মুক্তিপণের ৫ লাখ টাকা উদ্ধার করে। পরে মঙ্গলবার ঘাটাইল থানায় সোপর্দ করা হয়েছে বলে গতকাল র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‌্যাব জানায়, ২৫ সেপ্টেম্বর রাত ৯টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের তামিলযায়া এলাকা থেকে টাঙ্গাইলের ঘাটাইলের দক্ষিণ ধালাপাড় এলাকার প্রবাসী মো. সোহেল মিয়াকে (৩৯) অপহরণ করে দুর্বৃত্তরা। পরদিন রাতে মালয়েশিয়ার একটি ফোন নম্বর (০০৬০১৪৭২৩২৬২৪) থেকে অপহরণের শিকার সোহেল মিয়ার ভগ্নিপতি বিল্লাল হোসেনকে ফোন করে। ফোনে এ সময় সোহেলকে অপহরণ করা হয়েছে জানিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ চায়। নইলে সোহেলকে হত্যা করা হবে বলে শাসানো হয়। ২৭ সেপ্টেম্বর এক অপহরণকারী সোহেলের ভগ্নিপতি বিল্লাল হোসেনকে ফোন করে ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড বরিশাল শাখায় কুলপাটোয়া পোলট্রি ফিডের হিসাব নম্বরে (৭০১৭১০০১০১১৮৮) ৫ লাখ টাকা জমা দিয়ে তার ওয়াটসআপ নম্বরে রিসিট পাঠাতে বলেন। ওইদিন সোহেলের স্বজনরা ঘাটাইলের সামী টেলিকমের মাধ্যমে অপহরণকারীর দেওয়া ব্যাংক হিসাব নম্বরে ৫ লাখ টাকা জমা দিয়ে তার কাছে রিসিট পাঠান। টাকা পাঠানোর পর ওই নম্বর বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় বিল্লাল হোসেন ২৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের ঘাটাইল থানায় অভিযোগ দায়ের করেন। ৩ অক্টোবর মামলাটি থানায় রুজু হয়। অপরদিকে সোহেলের নিকটাত্মীয় মালয়েশিয়া প্রবাসী হাসেম আহমেদও মালয়েশিয়ার জহুরবারু সেলাতান থানায় (বালাই) আরেকটি অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বিষয়টি মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জানানো হয়। ব্যাংক হিসাবটি বরিশালে হওয়ায় বিষয়টি তদন্তে নামে র‌্যাব-৮। তদন্তের একপর্যায়ে সোমবার রাতে বরগুনার বামনা থেকে অপহরকারী চক্রের অন্যতম দেশীয় হোতা নাসির উদ্দিনকে গ্রেফতার এবং মুক্তিপণের ৫ লাখ টাকা উদ্ধার করে র‌্যাব।

 

সর্বশেষ খবর