বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

চার আসনই আওয়ামী লীগের দখলে থাকবে

----- শামীম হক

চার আসনই আওয়ামী লীগের দখলে থাকবে

বিরোধী দলের কোনো কর্মসূচিতে আওয়ামী লীগ বাধা দিচ্ছে না। বিএনপি প্রায় প্রতিদিনই সভা-সমাবেশ করছে। বিএনপির কর্মসূচিতে আমাদের বাধা দেওয়ার প্রয়োজনই নেই। কারণ ফরিদপুরের আপামর জনগণ আওয়ামী লীগের সঙ্গেই আছে। আওয়ামী লীগ আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। বিএনপির তরফ থেকে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা দাবি করে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শামীম হক বলেন, দেশের মানুষের জন্য বিএনপির কোনো অবদান নেই। তাদের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন তাতে করে বাংলার মানুষ বেশ ভালোই আছে। তারা আর বিএনপি-জামায়াতের শাসন দেখতে চায় না। ফরিদপুর জেলায় আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এ প্রতিবেদকের কথা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের। তিনি বিভিন্ন বিষয়ের আদ্যোপান্ত তুলে ধরে বলেন, বিগত দিনে আওয়ামী লীগের মধ্যে নানা সমস্যা ছিল। জননেত্রী শেখ হাসিনা আমাকে সভাপতি এবং শাহ মো. ইশতিয়াক আরিফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। আমরা দুজন নির্বাচিত হওয়ার পর দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি। নতুন কমিটিতে আমরা এমন ব্যক্তিদের নেতৃত্বে আনতে চাই যারা দলের পরীক্ষিত ও দলের জন্য কাজ করবে। আমরা জেলা ও উপজেলা থেকে তরুণ নেতৃত্ব তুলে আনতে চাই। যাতে করে আগামী দিনে আওয়ামী লীগকে তরুণেরা নেতৃত্ব দিতে পারে। আমরা অচিরেই আমাদের নতুন কমিটি গঠন করতে পারব।

দলে কোনো হাইব্রিড ও অন্য দল থেকে আসা ব্যক্তিদের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরে শামীম হক বলেন, বিগত দিনে যারা নেতৃত্বে ছিলেন তারা অনেক হাইব্রিড নেতাকে নেতৃত্বে এনেছিলেন। নতুন কমিটিতে কোনো নেতার কথায় কিংবা প্রভাবিত হয়ে কমিটি করা হবে না। যারা দলের জন্য কাজ করছেন তাদের মূল্যায়ন করা হবে। বিগত দিনে যারা দলকে বিতর্কিত করতে টেন্ডার বাণিজ্যসহ নানা অপকর্ম করেছেন তাদের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমাদের কমিটিতে কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী স্থান পাবে না। তিনি বলেন, চার মাস আগে আমরা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না আমরা কোনো টেন্ডারবাজি করেছি, চাঁদাবাজি করেছি কিংবা সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িতদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছি। আমরা এসব করিনি আর করবও না। ফলে যারা এসব করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কও থাকবে না। আমরা ক্লিন ইমেজের ব্যক্তিদের নিয়েই আওয়ামী লীগ সাজাতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনই আওয়ামী লীগের দখলে থাকবে দাবি করে শামীম হক বলেন, প্রতিটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা শক্তিশালী অবস্থানে আছে। তাছাড়া বিএনপিকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। তারা এলাকার মানুষের উন্নয়নের জন্য কোনো কাজ করেনি। তাদের কাজ হচ্ছে, দু-একটা কর্মসূচি পালন করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া। মানুষের সুখে-দুঃখে তারা পাশে নেই। আগামী নির্বাচনে চারটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে। দলে গ্রুপিং রয়েছে। এ গ্রুপিং নিয়ে দলকে কতটা শক্তিশালী করা যাবে এমন প্রশ্নের জবাবে শামীম হক বলেন, আওয়ামী লীগ বড় দল। এ দলে নেতৃত্বের লড়াই ছিল এখনো আছে। তবে গ্রুপিং নেই। গ্রুপিং যদি থেকেও থাকে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই। যারা দূরে সরে রয়েছে তাদের কাছে আমরা যাব। তাদের পরামর্শ নেওয়া হবে। দলকে সুসংগঠিত করতে আমরা গ্রুপিং ভুলে একসঙ্গে কাজ করতে চাই। শেখ হাসিনার হাত শক্তিশালী করতে দলে কোনো গ্রুপিং হতে দেব না।

সর্বশেষ খবর