বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

চার আসনেই প্রার্থী দেবে জাকের পার্টি

------ মশিউর রহমান

চার আসনেই প্রার্থী দেবে জাকের পার্টি

জাকের পার্টি ফরিদপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান যাদু মিয়া বলেছেন, জাকের পার্টি ফরিদপুর জেলায় শক্তিশালী অবস্থানে রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাকের পার্টি কাজ করে যাচ্ছে। অনেক আগে থেকে জাকের পার্টি নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। ফরিদপুরের চারটি আসনেই জাকের পার্টির প্রার্থীরা নির্বাচন করবেন। তিনি বলেন, বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরীর প্রতিষ্ঠিত জাকের পার্টি ফরিদপুর থেকেই যাত্রা শুরু করেছিল। ফলে ফরিদপুর জেলায় জাকের পার্টির শক্ত অবস্থান সব সময়ই ছিল এবং এখনো আছে। জাকের পার্টি ফরিদপুর জেলা দুর্গ হিসাবে পরিচিত। ফরিদপুরের চারটি আসনের মধ্যে তিনটি আসনে জাকের পার্টির অবস্থান বেশ ভালো। এসব আসনে জাকের পার্টির বিপুল পরিমাণ রিজার্ভ ভোট রয়েছে। একটি আসনে দুর্বলতা থাকলেও সেটি কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে জাকের পার্টি। জাকের পার্টির প্রকাশ্য কোনো রাজনৈতিক কর্মকান্ড কেন নেই এমন প্রশ্নের জবাবে তরুণ এ নেতা বলেন, গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো নয় জাকের পার্টি। আমাদের কর্মকান্ড ভিন্ন ধরনের। আমরা সারা বছরই রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত রয়েছি। অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে আমাদের কর্মকান্ড অনেক বেশি। আমরা প্রতিদিনই ওয়ার্ডে, ওয়ার্ডে, গ্রামে, গ্রামে কিয়াম, মিলাদ-মাহফিলসহ মানুষের সেবামূলক যে কাজগুলো রয়েছে তা করছি। জাকের পার্টির নেতা-কর্মীরা মারামারি-হানাহানির মধ্যে নেই। তাই হয়তো মিডিয়াতে আমাদের খবর গুরুত্ব পায় না।

সর্বশেষ খবর