বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

দুল ও টাকা লুটতে গৃহবধূ খুনে ফাঁসি তিনজনের

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় কানের দুল ও টাকা লুটের জন্য এক গৃহবধূকে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। ২০১৬ সালে কানের দুল ও টাকা লুটের জন্য ওই গৃহবধূকে হত্যা করা হয়। গতকাল কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের

আইনজীবী পিপি মো. জহিরুল ইসলাম সেলিম। হত্যাকান্ডের শিকার গৃহবধূ জামিলা বেগম মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আবদুল হাকিমের স্ত্রী। দন্ডপ্রাপ্তরা হলেন- মেঘনা উপজেলার শিকির গাঁও এলাকার রাকিব হোসেন (২৮), একই এলাকার সুমন মিয়া (৩১) ও মানিকারচর এলাকার তছির মিয়া (৪১)। রায় ঘোষণার সময় সুমন মিয়া পলাতক ছিলেন। এ ছাড়া ওই হত্যা মামলা থেকে টিটু মিয়া নামে এক আসামিকে অব্যাহতি দিয়েছেন আদালত। মামলার এজাহারের বরাতে অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম সেলিম জানান, ২০১৬ সালে ২০ জুন সন্ধ্যায় জামিলা বেগম নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজির পর ওই বছরের ২৪ জুন নোয়াগাঁও এলাকা থেকে জামিলার অর্ধগলিত লাশ উদ্ধার করা করে পুলিশ। ২৫ জুন জামিলার স্বামী আবদুল হাকিম এ ঘটনায় বাদী হয়ে মেঘনা থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্তে ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল আদালত তিনজনকে মৃত্যুদন্ড ও টিটু নামে অপর আসামিকে বেকসুর খালাস দেন। এ মামলায় ১১ জন সাক্ষ্য দেন আদালতে। জহিরুল ইসলাম সেলিম জানান, ঘটনার দিন জামিলা বেগম পান আনতে বাড়ি থেকে পাশের বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তার কানে সোনার দুল দেখে সেগুলো লুটের পরিকল্পনা করেন আসামিরা। পরে তারা এই কানের দুল ও টাকা লুটের জন্য পাশের একটি কৃষি জমিতে নিয়ে জামিলাকে শ্বাসরোধে হত্যা করে লাশ সেখানে লুকিয়ে রাখে। হত্যার পর ওই কানের দুলগুলো বিক্রি করে টাকা ভাগবাটোয়ারা করে নেন অপরাধীরা। কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. মজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত দুই আসামি স্বাভাবিক ছিলেন। তাদের গতকাল বিকালে কারাগারে পাঠানো হবে।

সর্বশেষ খবর