বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আজ গাইবান্ধা-৫ উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক ও গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে আজ। এ উপনির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ হবে। ভোটের মাঠের সহিংসতা ঠেকাতে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ১৪৫টি কেন্দ্রে ১ হাজার ২৪২টি সিসিক্যামেরা স্থাপন করেছে ইসি। ঢাকার আগারগাঁও থেকে সিসিক্যামেরার মাধ্যমে এ নির্বাচন মনিটরিং করবে নির্বাচন কমিশন। এদিকে ভোটারের ভোট প্রদানে গোপনীয়তা লঙ্ঘন হলেই তাৎক্ষণিক ভোট বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুধু তাই নয় অবৈধ অবস্থানকারীকে ভোট কেন্দ্র হতে সরিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলেছে সাংবিধানিক এ সংস্থাটি। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৫৮৩ জন ও মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ১৬০ জন। সাঘাটা ও ফুলছড়ি দুই উপজেলা মিলে ভোট কেন্দ্র ১৪৫ এবং বুথের সংখ্যা রয়েছে ৯৫২টি। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। এ নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙ্গল), বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক)। এ বিষয়ে রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম জানান, নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।

 

সর্বশেষ খবর