বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

২০০ টাকার গরমিলে মালিককে খুন কর্মচারীর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় মাত্র ২০০ টাকার গরমিলের দ্বন্দ্বে মালিককে ছুরিকাঘাতে খুন করেছে কর্মচারী। নিহত ব্যবসায়ীর নাম শওকত মাতবর (৪২)। তিনি কাপড় প্যাকেজিংয়ের ব্যবসা করতেন। কোতোয়ালির ইসলামপুর প্লাজার পঞ্চম তলায় তার একটি গোডাউন রয়েছে। গতকাল সকালে ১২ নম্বর ইসলামপুর প্লাজার বারান্দা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত কর্মচারী জুয়েলকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, নিহতের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। তিনি ওই গোডাউনে থাকতেন, পরিবারের সবাই গ্রামের বাড়িতে থাকেন। একই এলাকার জুয়েল শওকতের গোডাউনে কর্মচারী হিসেবে কাজ করতেন। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফাহেয়াত উদ্দিন রক্তিম জানান, ব্যবসায়ী খুনের খবরে ঘটনাস্থলে গেলে জুয়েলকে কাঁদতে দেখা যায়। কাঁদতে কাঁদতে সে জানায়, কারা যেন আমার ভাইকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। কিন্তু জুয়েলের মায়া কান্না দেখে আমাদের সন্দেহ হয়। তার বাম হাতও কিছুটা কাটা ছিল। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে সে হত্যার কথা স্বীকার করে। জুয়েল জানায়, সে ব্যবসায়ী শওকত মাতবরের কাপড় প্যাকেজিংয়ের গোডাউনে কর্মচারী হিসেবে কাজ করত। কাজের মজুরি হিসেবে শওকতের কাছে তিনি টাকা পান। মঙ্গলবার ভোরে শওকতের কাছে পুরনো হিসাব চায় জুয়েল। এতে শওকত হিসাব দিতে চাচ্ছিলেন না। পরে শওকত হিসাব দিলেও লেনদেন নিয়ে দ্বিমত সৃষ্টি হয়। তুচ্ছ এ বিষয় নিয়ে শওকতের সঙ্গে জুয়েলের হাতাহাতি হয়। এ সময় কর্মচারী জুয়েল শওকতকে ছুরিকাঘাত করে। তার শরীরে ১৮টি ধারালো আঘাতের চিহ্ন দেখা গেছে। আশপাশের ব্যবসায়ীরা জানিয়েছেন, জুয়েল আগে শওকতের গোডাউনে কর্মচারী হিসেবে কাজ করত। পরে সে অন্য জায়গায় কাজ নেয়। তাই ২-৩ মাস আগে জুয়েলকে কাজ থেকে বাদ দেন শওকত। তবে একই এলাকার হওয়ায় রাতে শওকতের গোডাউনে এসে ঘুমাত জুয়েল। জুয়েল কত টাকা নিয়েছে, তা খাতায় হিসাব রাখতেন শওকত। সে হিসাবের গরমিল নিয়ে এ ঘটনা ঘটে। ডিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহত শওকতের হিসাবে কর্মচারী জুয়েল ২০০ টাকা কম পাবে। অন্যদিকে জুয়েলের হিসাবে সে ২০০ টাকা বেশি পাবে। এই নিয়ে দ্বন্দ্বে শওকতকে ছুরিকাঘাতে হত্যা করে জুয়েল। নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। জুয়েলকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল (আজ) তাকে আদালতে পাঠানো হবে।

 

সর্বশেষ খবর