বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

টানা বৃষ্টিতে ধস সিকিমে

কলকাতা প্রতিনিধি

টানা বর্ষণে ধসে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্য সিকিমের একাংশ। বেশির ভাগ রাস্তায় আটকা পড়ে পর্যটক। ঘণ্টার পর ঘণ্টা সড়কেই আটকে থাকতে হয়েছে তাদের। পর্যটকদের সিকিম দর্শন না করেই ফিরে আসতে হয়েছে শিলিগুড়িতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল ৯ থেকে ১৩ অক্টোবর পর্যস্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলার পাশাপাশি সিকিমেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ধসের আশঙ্কার কথাও জানিয়েছিল আবহাওয়া দফতর। উত্তর সিকিমের কয়েকটি জায়গায় ধসের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ অবস্থায় সিকিম সরকার উত্তর সিকিমে যাওয়ার পারমিট বাতিল করেছে। পূজার আগে থেকেই পর্যটক মৌসুম শুরু হয়ে যায়। দেশি-বিদেশি পর্যটকরা সিকিমে ভ্রমণে যান। গত দুই বছর করোনার কারণে পর্যটকদের জন্য সিকিমের দরজা বন্ধ থাকায় সেভাবে পর্যটকরা সিকিমে যেতে পারেননি। পরিস্থিতি স্বাভাবিক হতেই চলতি বছর সিকিমে পর্যটকদের ভিড় বাড়ছে। বাংলাদেশ থেকে আসা পর্যটক দলের সদস্য আরিফিন ইমতিয়াজ বলেন, চলতি মাসের ৭ অক্টোবর তারা সিকিম বেড়াতে গিয়েছিলেন।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর