বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

এটিএমে প্রতারণায় গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পুলিশ পরিচয়ে এটিএম বুথ থেকে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ফটিয়ামারী গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. রুবেল রানা (২৬), ঝিনাইদহ জেলার হরিণাকু ু থানার শোড়াতলা গ্রামের মো. জব্বার মালিথার ছেলে মো. তুষার ইসলাম (৩৭), বরিশাল জেলার আগৈলঝরা থানার অশোকসেন গ্রামের মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে মো. সবুজ মোল্লা (৩৪) ও পঞ্চগড় জেলার বোদা থানার দিগলগ্রাম গ্রামের জহিরুল হকের ছেলে মো. খাইরুল ইসলাম (৩১)। গ্রেফতারদের মধ্যে রুবেল রানা পুলিশের এসআই হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার নেতৃত্ব দেয়। গতকাল দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন উপকমিশনার (ট্রাফিক ও মিডিয়া) মো. আলমগীর হোসেন। তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আন্ডারপাসের পাশ থেকে চক্রের মূল হোতা মো. রুবেল রানাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে ঢাকার আশুলিয়ার পশ্চিম জিরাবো হারিজ মেম্বারের মার্কেটের ফাইজা স্টুডিওতে অভিযান চালিয়ে বিভিন্ন ভুয়া আইডিসংক্রান্ত ফাইল সংবলিত দুটি হার্ডডিস্ক এবং সংযুক্ত সিপিইউসহ মো. তুষার ইসলাম, মো. সবুজ মোল্লা ও খাইরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জিএমপির সদর থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর