সামান্য বৃষ্টি, তাতেই জলমগ্ন পুরো এলাকা। হাঁটুপানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে নগরীর বিভিন্ন এলাকার মানুষকে। নগরীর কোনো কোনো এলাকায় হাঁটুপানি জমে যাওয়ায় অনেকের বাসাবাড়িতেও ঢুকে পড়ে। জলাবদ্ধতায় মানুষের ভোগান্তি চরমে ওঠে। শুধু জলাবদ্ধতা নয়, খানাখন্দে ভরা সড়ক, মশার কামড় আর ধূলিময় এক শহর এখন রাজশাহী। পাশাপাশি অটোরিকশা দৌরাত্ম্য বাড়ছে। টার্মিনাল ছেড়ে মূল সড়ক দখল করে বাস থাকায়…