শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নতুন ওয়ার্ডে দৃশ্যমান হচ্ছে উন্নয়ন

------ মেয়র ইকরামুল হক টিটু

নতুন ওয়ার্ডে দৃশ্যমান হচ্ছে উন্নয়ন

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, ইউনিয়ন পরিষদ থেকে নতুন করে যুক্ত হওয়া ১২টি ওয়ার্ডের মানুষের মনে নতুন করে আশার সঞ্চার হয়। সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত পরিষদ ২০১৯ সালে কাজ শুরু করার পর প্রথম দেড় বছর এসব এলাকার কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে গত এক বছরে ব্যাপক উন্নয়ন নজরে এসেছে। দৃশ্যমান হচ্ছে উন্নয়ন কর্মকান্ড। মেয়র জানান, নগরীতে অবকাঠামো উন্নয়নসহ জনগণের সেবার চাহিদা ব্যাপকভাবে বাড়ায় সম্প্রসারিত এলাকায় ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক নাগরিক সেবা উন্নতকরণ’ প্রকল্পের আওতায় ২০২০ সালে ১ হাজার ৫৭৫ কোটি টাকা অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও জানান, প্রকল্পের আওতায় ৪৭৪ দশমিক ৮২ কিলোমিটার সড়ক নির্মাণ, ৩৪৫ দশমিক ৫৩ কিলোমিটার ড্রেন নির্মাণ ও ১৬ দশমিক ৬৭ কিলোমিটার ফুটপাত নির্মাণের কাজ করা হচ্ছে। এ ছাড়া ৩৭ দশমিক ৫৯ কিলোমিটার রিটেইনিং ওয়াল ও ১ দশমিক ১০ কিলোমিটার রোড ডিভাইডার নির্মাণ, তিনটি ব্রিজ নির্মাণ, ১৩টি কালভার্ট ও ছয়টি ফুটওভারব্রিজ নির্মাণ ছাড়াও আরও কাজ রয়েছে। আগামী ২০২৪ সালে প্রকল্পটির কাজ পুরোপুরি শেষ হওয়ার কথা রয়েছে।

সড়ক ও নালা ব্যবস্থা উন্নয়ন কাজ চলায় নগরীর যানজট সমস্যা যেমন নিয়ন্ত্রণে আসবে তেমনি জলজটের সমস্যা মিটে পরিচ্ছন্ন নগরী হবে ময়মনসিংহ। মেয়র টিটু জানান, সড়ক, ড্রেনেজ ও নাগরিক সুবিধার উন্নয়নে চলমান ১ হাজার ৭৫ কোটি টাকার প্রকল্পে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। করোনার কারণে নতুন এ ওয়ার্ডগুলোর উন্নয়ন শুরু করতে কিছুটা সময় লাগলেও বর্তমানে ব্যাপক গতিতে তা বাস্তবায়ন হচ্ছে। যানজট এখন নগরের জন্য বিষফোঁড়া এমন কথার সঙ্গে মেয়রও একমত পোষণ করেন। বলেন, ‘নগরের ভিতর দিয়ে যাওয়া রেললাইন স্থানান্তরের জন্য আমরা কয়েক বছর আগেই প্রস্তাব করেছি। রেললাইন স্থানান্তর করা সম্ভব হলে ৭০ ভাগ যানজট নিরসন হবে। ব্যাটারিচালিত ৭ হাজার অটোরকিশা সিটি করপোরেশন লাইসেন্স দিয়েছে। চলছে প্রায় দুই গুণ বেশি। প্রায় সময়ই আমরা এসব অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। চলতি অর্থবছরের মধ্যেই এ বিষয়ে আমরা আরও কঠোর হব।’

সর্বশেষ খবর