শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ময়মনসিংহে যানজট নিরসনে ২৪ সিদ্ধান্ত

------ এসপি মাছুম আহাম্মদ ভূঞা

ময়মনসিংহে যানজট নিরসনে ২৪ সিদ্ধান্ত

যানজট নিরসনে গত মাসের শুরুতে নয়া পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভুঞা ২৪টি সিদ্ধান্ত নেন। এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায় ইতোমধ্যে যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি তার। তিনি জানান, এখানে যোগদান করার পরই সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনদের কাছ থেকে দাবি ওঠে যানজট লাঘবের। কিন্তু বিষয়টি পুলিশের একার পক্ষে সমাধান সম্ভব নয়। পুলিশ সুপার জানান, জেলা পুলিশ সিটি করপোরেশন, মোটর মালিক সমিতিসহ যান্ত্রিক-অযান্ত্রিক সব সংগঠনের সঙ্গে কথা বলে ২৪ সিদ্ধান্ত নেয়। গত মাসের শুরুর দিকে নেওয়া এসব সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। এর অনেকটা সুফল ইতোমধ্যে নগরবাসী পাচ্ছেও। সিদ্ধান্তের মধ্যে রয়েছে- ট্রাফিক সহনীয় পর্যায়ে রাখতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ, শহরে পণ্যবাহী ট্রাক প্রবেশের সময়সীমা নির্ধারণ, পাটগুদাম সিএনজি স্ট্যান্ড স্থানান্তর, ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারকরণ, জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ উল্লেখযোগ্য। এসপি মাছুম আহাম্মদ ভুঞা বলেন, এ ছাড়াও সব ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ হকার, সবজিওয়ালা, ফলওয়ালাসহ যারা ফুটপাথ দখল করে ব্যবসা করছে তাদের উচ্ছেদ করা হয়েছে। পাটগুদাম সিএনজি স্ট্যান্ডের পাশে অবৈধ হোটেল-দোকান উচ্ছেদ করা হয়েছে। ফুটপাথ এবং অটোরিকশাই যানজটের মূল কারণ।

সর্বশেষ খবর