শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

হাঁটার চেয়েও শ্লথগতি এখন নগরে

------ অধ্যক্ষ ড. শাহাব উদ্দিন

হাঁটার চেয়েও শ্লথগতি এখন নগরে

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. শাহাবউদ্দিন মনে করেন একটা সময় ময়মনসিংহ পরিচিত ছিল শিক্ষা ও সংস্কৃতির শহর হিসেবে। এখন পরিচিতি পাচ্ছে ‘যানজটের নগরী’ হিসেবে। সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর এই ভোগান্তি নগরবাসীকে বিষিয়ে                 তুলছে। হাঁটার চেয়েও শ্নথগতি থাকে বাহনগুলোতে। তিনি বলেন, বিগত দিনগুলোতে বিভিন্ন ধরনের পরিবহন পরিকল্পনা ও নগর পরিকল্পনার নানা উদ্যোগ এবং যানজট সমাধানে অনেক সড়ক ও অবকাঠামোগত প্রকল্প নেওয়া হলেও এর সুফল তেমন একটা মিলছে না। করোনার কারণে বিগত বছরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় স্বাভাবিক সময়ের মতো চালু হওয়ার পর নগরে যানজট বেড়েছে তীব্রভাবে, যা এই প্রাচীন নগরজীবনকে স্তব্ধ করে দিচ্ছে। ড. শাহাব উদ্দিন আরও বলেন, দ্রুত স্বস্তি খুঁজতে গেলে স্কুল-কলেজগুলোর সময়সীমা ও ছুটির সূচি, শপিং মলগুলো খোলা-বন্ধ ও বন্ধের সূচিতে বাস্তবসম্মত পরিবর্তন আনা যেতে পারে। দীর্ঘ মেয়াদে সমাধান খুঁজতে গেলে পরিবহন পরিকল্পনার মূল ভিত্তি হওয়া প্রয়োজন সড়কের প্রশস্তকরণ। প্রশস্ত না হওয়ার কারণে ত্রিশাল বাসস্ট্যান্ড মোড়, নওমহল মোড় গাঙ্গিনারপাড় মোড়, নতুনবাজার রেলক্রসিং, নতুনবাজার মোড়, জিলা স্কুল মোড়, দুর্গাবাড়ি এলাকায় যানজটে পড়ে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়।

নগরের ভিতর থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড স্থানান্তর এখন সময়ের দাবি। মূল সড়কে ভবন তৈরির নির্মাণসামগ্রী রাখার কারণেও যানজটের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে নগর কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান এই শিক্ষাবিদ।

সর্বশেষ খবর