শিরোনাম
শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নোয়াখালীতে ভোট প্রস্তুতি তিন দলের

আকবর হোসেন সোহাগ, নোয়াখালী

নোয়াখালীতে ভোট প্রস্তুতি তিন দলের

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালীতে প্রধান তিনটি রাজনৈতিক দল নিজেদের সাংগঠনিক কার্যক্রম সংহত করছে। সম্মেলন, কাউন্সিলের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে আসা হচ্ছে জেলার নেতৃত্বে। নোয়াখালীতে বিএনপি নেতা-কর্মীরা মামলায় জর্জরিত থাকলেও আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে সাংগঠনিক শক্তি নিয়ে মাঠ দখলের চেষ্টা তাদের। দলীয় বিভাজন ও গ্রুপিং থাকলেও নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ থাকার জোর তৎপরতা রয়েছে আওয়ামী লীগে। জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরাও সাংগঠনিক শক্তি ও এরশাদের ইমেজকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে ভালো করার চেষ্টায় নিয়োজিত।

এদিকে জনগণের ভোটের অধিকার নিয়ে ভাবছেন রাজনৈতিক নেতারা। ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম নয় বরং ব্যালটের মাধ্যমে জনগণের ভোটের অধিকার আবারও ফিরিয়ে দিতে চায় বিএনপি ও জাতীয় পার্টি। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি দিয়ে চলছে দলীয় কার্যক্রম। গত মাসে আহ্বায়ক কমিটিরও মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন করলেও এখনো উপজেলা সম্মেলন করা যায়নি। অথচ আগামী ৩ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচনের আগেই সাংগঠনিক কর্মকান্ড বাড়াতে তৎপর দলটি। একইভাবে জাতীয় পার্টি নয়টি উপজেলার মধ্যে পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভায় সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করেছে। নভেম্বরে বাকিগুলো শেষ করবে। নোয়াখালীতে বিএনপির সাংগঠনিক অবস্থান আগের অবস্থানে নেই এই বক্তব্য মানতে নারাজ দলটির নেতারা। অন্যদিকে আওয়ামী লীগের ভিতরেও গ্রুপিং রয়েছে। দলের এই অবস্থানে সদর আসনের এমপি একরামুল করিম চৌধুরী জেলার দায়িত্ব থেকে সরে যাওয়ার পর এখন নিজের আসনে বেশি সময় দিচ্ছেন। একরাম চৌধুরী সম্প্রতি দুটি বড় শোডাউন করেছেন। তিনি নিজের সাংগঠনিক ক্ষমতার জানান দিয়েছেন।

সর্বশেষ খবর