শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মামলা-হামলার কারণে বিএনপি আরও শক্তিশালী

----- অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপি

নোয়াখালী প্রতিনিধি

মামলা-হামলার কারণে বিএনপি আরও শক্তিশালী

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া জানান, নোয়াখালীতে মো. শাহজাহানের নেতৃত্বে বিএনপি অত্যন্ত ঐক্যবদ্ধ ও শক্তিশালী। তবে ইতোমধ্যে হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। আমাকেসহ জেলার সিনিয়র নেতা-কর্মীদের বিরুদ্ধে ১০০টি মিথ্যা মামলা দিয়েছে। মামলা-হামলার কারণে বিএনপি আরও শক্তিশালী হচ্ছে। কারও সঙ্গে দলীয় দূরত্ব থাকলেও মামলার কারণে তারা আরও কাছে আসছে, এতে দূরত্ব কমে যাচ্ছে। সাংগঠনিকভাবে বিএনপি উপজেলা ও থানাসহ সব কমিটি করা হয়েছে। তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, বিএনপির আন্দোলনের ভয় পেয়ে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে ও পুলিশ দিয়ে হয়রানি করছে। আগামী ১২ অক্টোবর চট্টগ্রামের বিভাগীয় সম্মেলনের মাধ্যমে আরও কঠোরভাবে আন্দোলন করা হবে। আওয়ামী লীগ বিএনপির আন্দোলন সংগ্রামে ভয় পেয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী বরকত উল্যা বুলু ও তার পরিবারের ওপর হামলা করেছে। এতে তাদের রাজনীতির আরও ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, বিগত নির্বাচনগুলোতে জনগণ তাদের ভোট দেয়নি এবং তারা জনগণের কোনো অধিকারও পূরণ করতে পারেনি। আগামীতে ভোটের অধিকার নিয়ে মানুষের কাছে আর যেতে পারবেন না। তিনি বলেন, ৫০% মানুষ রাজনীতি করে না, তারা শান্তি চায়। সরকার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রত্যেকটি জিনিসের দাম লাগামহীনভাবে বাড়িয়ে দিয়েছে তাদের দলীয় ব্যবসায়ী ও মন্ত্রীদের সুবিধার জন্য। রাত ১২টায় তেলের দাম বাড়িয়ে ঘোষণা করেছে। তিনি অভিযোগ করেন, দেশ কে চালাচ্ছে এটা তারাও জানে না। এ ছাড়া দেশে খুন, গুম, ধর্ষণ, নারী নির্যাতন, অপহরণ তো লেগেই রয়েছে। আমরা চাই অবিলম্বে সরকার পদত্যাগ করে ৯১ ও ৯৬ এর মতো নির্বাচন দিক। এ সরকারের অধীনে আমরা আর কোনো নির্বাচন চাই না। ক্ষমতায় থেকে এদেশে কোনো সরকার নির্বাচন করার পরিবেশ নেই। আমরা এ সরকারকে আর চাই না। এ ছাড়া ইভিএমের ভোটে নির্বাচন চাই না। আমরা চাই ব্যালটের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরে আসুক। কেন্দ্রীয় নেতারা আমাদের যে সিদ্ধান্ত দেবে আমরা মো. শাহজাহানের নেতৃত্বে তা পালন করব।

সর্বশেষ খবর