শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

গুলশানে আগুন দম্পতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাটে আগুন লাগলে ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। তারা হলেন- মো. ওবায়দুল হক (৭২) ও জাহানারা বেগম (৬৮)। বুধবার রাত ৩টার দিকে গুলশান-১ এর ৭ নম্বর রোডের ১০ নম্বর বাসায় এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ওই ভবনে যায়। ষষ্ঠ তলা ওই ভবনের পাঁচ তলায় একটি ফ্ল্যাটে লাগা আগুন নেভানোর পর সেখান থেকে ওবায়দুল হক ও তার স্ত্রী  জাহানারা বেগমকে উদ্ধার করা হয়। পরে তাদের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডিএমপির গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান বলেন, আগুনের কারণে ওই দম্পতির শরীর দগ্ধ হয়নি, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। বাসায় দুজন গৃহকর্মী ছিলেন। তারাও কিছুটা আহত হয়েছেন। অধিক বয়স্ক হওয়ায় তারা দুজন (ওবায়দুল ও জাহানারা) ধোঁয়ায় কাবু হয়ে পড়েন। বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানায় ফায়ার সার্ভিস। ওবায়দুল হক একজন মুক্তিযোদ্ধা এবং প্রকৌশলী ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী। গুলশানের ওই ফ্ল্যাটটি তার নিজের। তার একমাত্র মেয়ে আমেরিকায় থাকেন।

 তাকে ঘটনাটি জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ খবর