শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জেলেদের হামলায় পুলিশসহ আহত ১৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের হিজলা উপজেলার খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে মা ইলিশ শিকারবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তা, ছয় পুলিশ, পুলিশের ট্রলার মাঝি এবং জেলেসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৯ জেলেকে পুলিশ গ্রেফতার করেছে। সরকারি কাজে বাধা এবং হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে প্রায় ৪০০ জেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, হিজলার হিজলা গৌরবদী ইউনিয়নের খালিশপুর সংলগ্ন বড় মেঘনা নদীতে বুধবার গভীর রাতে ৬০ থেকে ৬৫টি ট্রলারে ৩০০ থেকে ৪০০ জেলে মাছ শিকার করছিল। উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজের নেতৃত্বে গতকাল ভোর ৫টার দিকে ১৮ জন পুলিশ সদস্যসহ একটি ট্রলার মেঘনা নদীতে অভিযান চালায়। পুলিশ একটি ট্রলারসহ ৯ জেলেকে আটক করে। এ সময় অন্য জেলেরা পুলিশের ট্রলার লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে তারা বাঁশ এবং লাঠিসোঁটা নিয়ে পুলিশ ট্রলারে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২ রাউন্ড গুলি করে জেলেদের ছত্রভঙ্গ করে দেয়। জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, এসআই ফরিদ, এএসআই বশির, সাইফুল ও সোহেল এবং কনস্টেবল মাহফুজুর রহমান ও মোশারফ হোসেন, পুলিশ ট্রলারের দুই মাঝি এবং আটক জেলেদের মধ্যে পাঁচজন আহত হয়। হামলার মুখেও ৯ জেলেকে পুলিশ গ্রেফতার করে। তাদের সবার বাড়ি হিজলার চরদেবুয়া এলাকায়। এ ঘটনায় আহত এসআই ফরিদ বাদী হয়ে আটক ৯ জেলেসহ ১২ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জেলেকে আসামি করে গতকাল সকালে একটি মামলা করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সকালে ৯ জেলেকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ খবর