বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জনগণ ফের ১৪-দলীয় জোটকেই বেছে নেবে

-গোলাম মহসীন

কুষ্টিয়া প্রতিনিধি

জনগণ ফের ১৪-দলীয় জোটকেই বেছে নেবে

কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসীন বলেছেন, ‘আওয়ামী লীগের কারণেই কুষ্টিয়ায় ১৪ দলের দৃশ্যমান রাজনৈতিক কর্মসূচি নেই। ১৪ দলের মধ্যে চরম সমন্বয়হীনতা রয়েছে। প্রধানমন্ত্রী বার বার তাগাদা দেওয়ার পরও ১৪ দল এখানে একেবারেই নিষ্ক্রিয়। তারপরও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই উন্নয়ন-অগ্রগতি বিবেচনায় জনগণ আবারও ১৪ দলীয় জোটকেই বেছে নেবে।’

বাংলাদেশ প্রতিদিনকে গোলাম মহসীন আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের  পক্ষ থেকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে মনোনয়ন দেওয়া হলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। আমরা মনে করি বিএনপিসহ বেশির ভাগ দলই তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে নির্বাচনে অংশ নেবেন। আর যদি বিএনপিসহ অন্য দলগুলো নির্বাচনে অংশ না নেয় সে ক্ষেত্রে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না সেটা পরিস্থিতিই বলে দেবে বলে মন্তব্য করেন ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত জাসদ ছাত্রলীগের এ সভাপতি।

সর্বশেষ খবর