বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সিংড়া শালবন পর্যটনের হাতছানি

দিনাজপুর প্রতিনিধি

সিংড়া শালবন পর্যটনের হাতছানি

নিরিবিলি পরিবেশ ও গাছগাছালির মোহনীয় প্রকৃতির নয়নাভিরাম স্পট বীরগঞ্জের সিংড়া ফরেস্ট। যা দর্শনার্থী, পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ। সিংড়া ফরেস্টে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পর্যটকদের আকর্ষণীয় চিত্তবিনোদনের জন্য সিংড়া জাতীয় উদ্যান করা হয়েছে। অথচ, পর্যটকদের জন্য বাড়েনি সুযোগ-সুবিধা। অথচ রাবার ড্যামের মাধ্যমে বনের মধ্য দিয়ে বয়ে চলা নর্ত নদকে বারোমাস সজীব রাখা, পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন, শিশু পার্ক তৈরি, সুন্দর একটি ফটক নির্মাণসহ কিছু সংস্কারমূলক কাজ করা হলে দর্শনার্থীর  সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। দর্শনার্থীর সংখ্যা বাড়লে রাজস্ব আয়ের পাশাপাশি সিংড়া শালবন হয়ে উঠতে পারে পর্যটকদের অন্যতম দর্শনীয় স্থান এমনটাই বললেন বেড়াতে আসা আবদুর রাজ্জাক, লালুসহ কয়েকজন পর্যটক। একসময়ে বিভিন্ন বন্য জীবজন্তুর অবাধ বিচরণের অভায়রণ্য ছিল গহিন অরণ্য সিংড়া ফরেস্ট। যদিও এখন আর সেই বাঘ, নীল গাই নেই। বনকে আকর্ষণীয় করেছে মাঝ দিয়ে বয়ে চলা নর্ত নদ। নদের ওপর আছে আকর্ষণীয় সেতু।

সর্বশেষ খবর