সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

লিফটে ৪২ মিনিট আটকা আইনজীবী আসামি ও পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি

টানা প্রায় ৪২ মিনিট লিফটের মধ্যে আটকা ছিলেন পিপি-পুলিশ-আসামিসহ ১২ জন। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা লিফট খুলে ১২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল বেলা ১১টায় শ্বাসরুদ্ধকর এ ঘটনা ঘটে। লিফটে আটকে থাকা ভুক্তভোগীদের একজন কুষ্টিয়া জজ কোর্টের নারী ও শিশু আদালতের  সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল হালিম জানান, তিনিসহ ১২ জন কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের লিফটে ওঠেন। লিফটের বোতাম চাপ দেওয়ার পর ওপরে ওঠা শুরু করে। এ সময় ১৩ জন ধারণক্ষমতা সম্পন্ন ওই লিফটে চারজন আইনজীবী, একজন আসামি, দুজন পুলিশ ও দুজন নারীসহ ১২ জন ছিলেন। হঠাৎ লিফটটি বিকল হয়ে পড়ে। এ সময় লিফটের মধ্যে কোনো লিফটম্যান না থাকায় তারা লিফটের বাটন টিপে খোলার চেষ্টা করেন, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। এ অবস্থায় তারা প্রথমে লিফটের গায়ে থাকা লিফটম্যানের মোবাইল নম্বরে ফোন দেন। লিফটম্যান তাদের জানান, তিনি রাজশাহীতে অবস্থান করছেন। পরে তারা কুষ্টিয়া মডেল থানা এবং জরুরি জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করেন। লিফটে অবরুদ্ধ আবদুল হালিম বলেন, দীর্ঘক্ষণ লিফট না খোলায় আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। অনেকেই দোয়া-দরুদ পড়তে থাকেন। ভয় হচ্ছিল, লিফট ছিঁড়ে নিচে পড়ে যায় কি না। আবার অক্সিজেন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায়ও ভুগছিলাম।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খোরশেদ আনোয়ারের নেতৃত্বে সাত সদস্যের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধার অভিযান প্রসঙ্গে কুষ্টিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খোরশেদ আনোয়ার জানান, ১১টা ২৫ মিনিটের সময় তারা এ দুর্ঘটনার খবর পান। বেলা সাড়ে ১১টার সময় তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তিনি জানান, প্রথমে লিফটের চাবি নিয়ে লিফট খোলার চেষ্টা করা হয়। কিন্তু কোনোভাবেই লিফট খোলা সম্ভব না হওয়া তারা শেষ পর্যন্ত তাদের কাছে থাকা ¯েপ্রডার মেশিনের সাহায্যে লিফট খুলে আটকে পড়াদের উদ্ধারে সক্ষম হন। গোটা অভিযান পরিচালনা করতে গিয়ে প্রায় ১২ মিনিটের মতো সময় লাগে। কী কারণে লিফট আটকে গেল- এ বিষয়ে সঠিক কোনো ধারণা নেই বলে উল্লেখ করে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, আটকে পড়াদের কয়েকজন তাদের জানিয়েছেন, এ লিফট ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না। প্রায়ই লিফট আটকে যায় এবং নামার সময় লিফট কাঁপতে থাকে। জানা যায়, চিফ জুডিশিয়াল আদালত ভবনের দুটি লিফটের মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। একটি মাত্র লিফট সচল থাকলেও প্রতিদিনই তা বিকল হয়ে যায়।

সর্বশেষ খবর