সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

হৃদরোগের প্রাথমিক উপসর্গ কী কী?

অধ্যাপক ডা. জাহানারা আরজু

হৃদরোগের প্রাথমিক উপসর্গ কী কী?

হৃদরোগের কয়েকটা প্রাথমিক উপসর্গ রয়েছে। এর মধ্যে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, মাথা ঘুরে পড়ে যাওয়া, শরীরে পানি আসা (বিশেষ করে পায়ে)। আবার বুকে ব্যথাও বিভিন্ন ধরনের হতে পারে। যেমন বুকের মাঝখানে ব্যথা হতে পারে, আবার এটা বুকের বাম দিকে ছড়িয়ে পড়তে পারে। তারপর ব্যথা হতে পারে হাতের বাম দিকে, কাঁধে, পিঠে ও মুখেসহ দাঁতেও। এ ছাড়া হৃদরোগের প্রাথমিক উপসর্গ হিসেবে উপরের পেটেও ব্যথা হতে পারে। আর শ্বাসকষ্টটা হয় সাধারণত জোরে হাঁটলে ও মানসিকভাবে বিপর্যস্ত থাকলে- এগুলোকেও হৃদরোগের কারণ বলে ধরা হয়। পানি আসাটা, বিশেষ করে শরীরে ও পায়ে পানি আসাটা হৃদরোগের প্রাথমিক উপসর্গ হিসেবে ধরি। এ ছাড়া পেটেও পানি আসতে পারে। তারপর বুক ধড়ফড়ের বিষয়টা, অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন বা কারও যদি উচ্চ রক্তচাপ থাকে তারও বুক ধড়ফড় করতে পারে। এটাও একটা উল্লেখযোগ্য উপসর্গ। আবার মাথা ঘুরে পড়ে যাওয়া। অনেক কারণে একটা মানুষ মাথা ঘুরে পড়ে যেতে পারে। তবে অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন, হার্ট অ্যাটাকের কারণেও একজন মানুষ মাথা ঘুরে পড়ে যেতে পারেন। তাই উল্লেখযোগ্যভাবে হৃদরোগের প্রাথমিক উপসর্গ হিসেবে পাঁচটা কারণ ধরা হয়। এগুলো হচ্ছে, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, শরীরে পানি আসা ও মাথা ঘুরে পড়ে যাওয়া।

সর্বশেষ খবর