মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কুষ্টিয়ায় পিটিয়ে হত্যা আওয়ামী লীগ নেতাকে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় ইন্তাজ আলী শেখ (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে শাকিল (২৫)। নিহত ইন্তাজ শেখ ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মহিষাডোরা গ্রামের মৃত মোন্তাজ আলী শেখের ছেলে। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ের পিতা। তিনি তামাক ও বিড়ি ব্যবসা করতেন। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে ইন্তাজ শেখ ছেলে শাকিলকে সঙ্গে নিয়ে ব্যবসায়িক কাজ শেষে মহিষাডোরা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের দুজনকে হাতুড়ি, রড ও লাঠিসোঁটা দিয়ে মারপিট করে। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাদের  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১০টার দিকে ইন্তাজ শেখের মৃত্যু হয়। এলাকাবাসী জানায়, সম্প্রতি অনুষ্ঠিত ধরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সাহাবুল আলম লালুর পক্ষে প্রচারণায় ভূমিকা রাখেন ইন্তাজ শেখ। এ নিয়ে প্রতিপক্ষের বিরাগভাজন ছিলেন তিনি। এ ছাড়াও একটি জমির দখল নিয়েও তার সঙ্গে কয়েকজনের বিরোধ ছিল।

ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম লালু বলেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজের শেল্টারে থাকা দলে অনুপ্রবেশকারীরা এ ঘটনা ঘটিয়েছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এই ঘটনায় নিহতের ভাই রবিউল ইসলাম বাদী হয়ে ১৭ জনকে আসামি করে ভেড়ামারা থানায় মামলা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি। তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

সর্বশেষ খবর