মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে জোটের হিস্যা নিয়ে দুই দল

চট্টগ্রামে জোটের হিস্যা নিয়ে দুই দল

টানা তিনবারের ক্ষমতায় আওয়ামী লীগকে জোটের হিস্যা দিতে হয়েছে চট্টগ্রামে। জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে জাতীয় পার্টি ২, জাসদ ১ ও তরিকত ফেডারেশন ১টি আসনের শরিক। এদিকে হেফাজতে ইসলামের আলটিমেটাম, এলডিপি ও জামায়াতে ইসলামীর রাগ-অভিমান কৌশল, ইসলামী জোটের হলকা, কল্যাণ পার্টির হিস্যাসহ নানা প্রেশার গ্রুপ নিয়ে আছে বিএনপি। জেলার রাজনীতিতে এই দুই বৃহৎ মোর্চায় উত্তর, দক্ষিণ ও মহানগরের তিনটি সাংগঠনিক ভাগ হলেও শহর চট্টগ্রামই যেন প্রাণভোমরা। দুই সংগঠনের অভ্যন্তরীণ নানা সংকট, উন্নয়ন-হাইব্রিড যাতনা ও দুর্নীতির অভিযোগসহ নানা রেখাচিত্র আসন্ন নির্বাচনে কী প্রভাব ফেলছে তা নিয়ে সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী

বিএনপি পর্যুদস্ত ভঙ্গুর নাজুক জনবিচ্ছিন্ন

পাঁচটি আসনও পাবে না আওয়ামী লীগ

বিবাদে বিএনপি, আওয়ামী লীগ হাইব্রিড, জাপাতেই মুক্তি

সর্বশেষ খবর