মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

১৩ বছরে পদার্পণ ডেইলি সানের

নিজস্ব প্রতিবেদক

১৩ বছরে পদার্পণ ডেইলি সানের

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডেইলি সানের কার্যালয়ে গতকাল কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান -বাংলাদেশ প্রতিদিন

এক যুগ পেরিয়ে প্রকাশনার ১৩ বছরে পদার্পণ করল ইংরেজি সংবাদপত্র ডেইলি সান। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দৈনিকটির কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রকাশনার শুরু থেকেই নিরপেক্ষ মাধ্যম হিসেবে প্রভাবমুক্তভাবে পাঠকের কাছে সত্য তুলে ধরছে ডেইলি সান। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী আয়োজনে যোগ দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার ও ডেইলি সানের সাবেক সম্পাদক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক জুয়েল মাজহার, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের নির্বাহী সম্পাদক রাহুল রাহা প্রমুখ। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত হন- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, বিএনপির মিডিয়া উইংয়ের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শামসুদ্দিন দিদার প্রমুখ। কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-গুন, শ্রীলঙ্কার হাইকমিশনার সুদর্শন সেনেভিরত্নে, কসোভোর রাষ্ট্রদূত গুনার উরেয়াও, রাশিয়ার উপরাষ্ট্রদূত একাতেরিনা এ সেমেনোভা, জার্মানির উপরাষ্ট্রদূত জ্যান-রফ জানোস্কি, চীনের উপরাষ্ট্রদূত ইয়ান হুয়ালং, শ্রীলঙ্কার উপহাইকমিশনার রুয়ান্থি ডেলপিতিয়া, ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব বৈভব এস গোন্ডানে, থাইল্যান্ড দূতাবাসের কাউন্সেলর পানোম থংপ্রায়ন এবং যুক্তরাষ্ট্র ও নেপাল দূতাবাসের কূটনীতিক ছাড়াও এ আয়োজনে উপস্থিত হন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ।

বাংলাদেশ প্রতিদিন দেশের বৃহত্তম গণমাধ্যম : বসুন্ধরা চেয়ারম্যান

বাংলাদেশ প্রতিদিন দেশের বৃহত্তম গণমাধ্যম বলে মন্তব্য করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ডেইলি সানের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দেশের অন্যতম এই শীর্ষ শিল্পোদ্যোক্তা বলেন, ‘আমি সব সময় চেয়েছি জনপ্রিয় এ গণমাধ্যমটি স্বাধীনভাবে পরিচালিত হোক। আমাদের গণমাধ্যমগুলোর কার্যক্রম পরিচালনায় মালিকপক্ষের কোনো প্রকার হস্তক্ষেপ থাকে না। এ কারণেই স্বনামধন্য বাংলাদেশ প্রতিদিন দেশের বৃহত্তম গণমাধ্যমে পরিণত হয়েছে। বাংলা প্রকাশনার পাশাপাশি বাংলাদেশ প্রতিদিন এখন অনলাইনে ইংরেজি ভার্সনেও প্রকাশিত হচ্ছে।’ তিনি বলেন, ‘মিডিয়া খুবই শক্তিশালী মাধ্যম। আমি আমাদের গণমাধ্যমগুলোকে সেভাবেই পরিচালনার চেষ্টা করে থাকি।’

আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমি নিশ্চিত বাংলাদেশ প্রতিদিনের পাঠকরা দেশের সব খবর জানতে পারেন, সমসাময়িক সব পরিস্থিতি, সবকিছু জানতে পারেন। এখানে প্রতিটি সংবাদই সম্পূর্ণ নিরপেক্ষ। আমাদের গণমাধ্যমগুলোর সব সম্পাদক ও সাংবাদিককে জিজ্ঞাসা করলে সবাই বলবেন আমি কখনই হস্তক্ষেপ করি না। আমি চাই মিডিয়া সব সময় স্বাধীন থাকুক। আমাদের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ দেশের সাধারণ মানুষকে সেবা দিতে সক্ষম। শুধু দেশেই নয়, এ মিডিয়া গ্রুপ গোটা বিশ্বের মানুষকে সেবা দিতে সক্ষম।’ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, ‘ইংল্যান্ড ও নিউইয়র্ক সিটিতেও আমাদের সংবাদমাধ্যম রয়েছে। আমরা আগামীতে লন্ডন ও নিউইয়র্কে দুটি টেলিভিশন সম্প্রচারের চেষ্টা করছি। শুধু তাই নয়, ওটিটি প্ল্যাটফরম চালুর প্রত্যয় নিয়েও আমরা এগিয়ে চলেছি। আমরা সব দূতাবাস এবং সারা বিশ্বের মানুষের পাশেই আছি। আমরা চাই আমাদের দেশের মানুষ অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের শত্রুদের ব্যাপারে সতর্ক থাকুক।’

 

সর্বশেষ খবর