মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বিবাদে বিএনপি, আওয়ামী লীগ হাইব্রিড, জাপাতেই মুক্তি

সোলায়মান আলম শেঠ

বিবাদে বিএনপি, আওয়ামী লীগ হাইব্রিড, জাপাতেই মুক্তি

বিএনপি আছে বিবাদে, আওয়ামী লীগ আছে হাইব্রিড যন্ত্রণায়। মানুষ এরশাদের রেখে যাওয়া গণমুখী উন্নয়ন চায়। আগামী নির্বাচনে নিঃসন্দেহে এই প্রত্যাশার প্রভাব পড়বে বলে মনে করেন জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগরীর সভাপতি সোলায়মান আলম শেঠ। সংগঠনটির প্রেসিডিয়াম সদস্যও তিনি। চট্টগ্রাম শহরে দফায় দফায় মেয়র ও সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী ছিলেন। গেল দুবারের জাতীয় নির্বাচনে জোটের হিস্যায় প্রার্থী হন পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে। চট্টগ্রাম জেলার রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় এই জাতীয় পার্টির নেতা মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেম দিয়ে কাজ করলেও আওয়ামী লীগে আছে দুর্নীতিবাজ, ঠকবাজ আর হাইব্রিডদের প্রতাপ। নির্বাচনী মনোনয়নের ক্ষেত্রেও আছে বাণিজ্যিক সিন্ডিকেটের তৎপরতা। চট্টগ্রাম জেলার রাজনীতিতেও আওয়ামী লীগ নিজেদের মধ্যে পাল্টাপাল্টিতে ব্যস্ত। একই দশা বিএনপির। চট্টগ্রামের দুই শীর্ষ বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান ও মীর নাছিরের গ্রুপিং এতই প্রকট ছিল যে, যার প্রভাব এখনো আছে।?অতীতে এই দুই নেতা এক মঞ্চে উঠলেও তাদের জন্য আলাদা সিঁড়ির প্রয়োজন হয়। বিএনপি নিজেদের যতই সুসংগঠিত দাবি করুক না কেন, সামনের নির্বাচন এই আলাদা সিঁড়িতেই পথ হারাবে! সোলায়মান শেঠ বলেন, মানুষ উন্নয়নপ্রত্যাশী তবে দুর্নীতি সহ্য করে না। দুর্নীতিবাজ হাইব্রিডদের চিহ্নিত করে প্রধানমন্ত্রী যদি বিচার না করেন, তবে আগামী নির্বাচনে মানুষ মুখ ফিরিয়ে নেবে। এমন অবস্থায় জাতীয়  পার্টিকেই ক্ষমতায় দেখতে চান দেশবাসী। সোলায়মান শেঠ বলেন, জাতীয় নির্বাচনের জন্য জাতীয় পার্টি সর্বোচ্চ প্রস্তুত। তবে রাতের আঁধারে কোনো নির্বাচন আমরা চাই না। ইভিএম ছাড়া ভোট চাই। নিরাপত্তার জন্য প্রশাসন চাই, ভোটের অধিকার হননের জন্য নয়। তিনি বলেন, আওয়ামী লীগে অসন্তুষ্ট হলেও মানুষ বিএনপির কাছে যাবে না। তারেক রহমান এ দেশের মানুষের রক্ত চুষে খেয়েছেন। চট্টগ্রাম বিএনপির বিভাগীয় সমাবেশে সাকাপুত্রের ধর্মীয় স্লোগান প্রসঙ্গে এই জাপা নেতা বলেন, মহাসমাবেশে বক্তৃতা দেওয়ার মতো ওই লেভেলের নেতা নন হুম্মাম। বিএনপি হুম্মামকে ব্যবহার করেছে। জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দলের কথা অস্বীকার করে তিনি বলেন, জাতীয় ছাত্রসমাজ, যুবসংহতি, মহিলা পার্টি, সাংস্কৃতিক পার্টিসহ জাপা পরিবারের সবাই ঐক্যবদ্ধ।

সর্বশেষ খবর