রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সংসদ অধিবেশন শুরু হচ্ছে আজ

গণমাধ্যমকর্মী আইন পাস হতে পারে

নিজস্ব প্রতিবেদক

সংসদ অধিবেশন শুরু হচ্ছে আজ

করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে আজ আবার শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। এর আগে বিকাল ৩টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও দিনের কর্মসূচি চূড়ান্ত করা হবে।

সংসদের অধিবেশনে যোগদানের জন্য এর মধ্যে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমে থেকে একজন করে সাংবাদিকের কভিড-১৯ টেস্ট সম্পন্ন হয়েছে। টেস্টে নেগেটিভ সনদধারীরা অধিবেশনে যোগ দিতে পারবেন।

সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা গেছে, আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলতে পারে অধিবেশন। এই অধিবেশনের বিবেচনায় ‘গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলি) বিল-২০২২-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল রয়েছে। বিলটি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সংসদে উত্থাপিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এর মধ্যে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য চূড়ান্ত করে। বিলটির প্রতিবেদন এ অধিবেশনে উত্থাপনের তালিকায় রয়েছে। এ ছাড়া সংসদে উত্থাপনের জন্য সাতটি বিল, পাসের অপেক্ষায় দুটি বিল এবং কমিটিতে পরীক্ষাধীন রয়েছে আটটি বিল।

বিবেচনায় রয়েছে, ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বিল-২০২২’ ‘বৈষম্য বিরোধী বিল-২০২২’ ‘বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ করপোরেশন বিল-২০২২’ ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল-২০২২’ ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) বিল-২০২২’ ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিল-২০২২’ ‘সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২২’ ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২২’ ‘এভিডেন্স (সংশোধন) বিল-২০২২’ ‘যাকাত তহবিল ব্যবস্থাপনা বিল- ২০২২’ ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল-২০২২’ ‘বাংলাদেশ সরকারি কর্মকমিশন বিল-২০২২’ ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল-২০২২’ ‘উন্নয়ন বোর্ড আইনসমূহ (রহিতকরণ) বিল-২০২২’, ‘বাংলাদেশ শিল্প নকশা বিল-২০২২’ ও ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল-২০২২’।

সর্বশেষ খবর