শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

দাবি আদায়ে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করলেন নন-ক্যাডাররা

নিজস্ব প্রতিবেদক

দাবি আদায়ে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করলেন নন-ক্যাডাররা

৪০তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রত্যাশী ও চাকরিপ্রার্থী বেকার ছাত্রসমাজ ছয় দফা বাস্তবায়নের দাবিতে গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে -বাংলাদেশ প্রতিদিন

ছয় দফা দাবি নিয়ে গতকাল টানা ষষ্ঠ দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা। কর্মসূচির অংশ হিসেবে গত সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে সাংস্কৃতিক প্রতিবাদ জানান তারা। এ ছাড়া জাতীয় সংগীত বাজানোর পাশাপাশি দুর্নীতিবিরোধী শপথও পাঠ করেন প্রার্থীরা। 

পিএসসি কার্যালয় বন্ধ থাকায় বিকাল ৫টা থেকে জাতীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বৃহস্পতিবার চাকরিপ্রত্যাশীরা দড়িতে মুলা ঝুলিয়ে এবং পিএসসির সামনে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে প্রতীকী প্রতিবাদ জানান। কর্মসূচির অংশ হিসেবে মুখে কালো কাপড় বেঁধে এবং হাতে জাতীয় পতাকা নিয়েও প্রতিবাদ জানিয়েছেন তারা। লাগাতার অবস্থান কর্মসূচির ছয় দিন পার হলেও এখন পর্যন্ত সরকারি কর্মকমিশনের দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

সর্বশেষ খবর