শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আগের তুলনায় আওয়ামী লীগ জেলায় শক্তিশালী

-আবদুল হাই

আগের তুলনায় আওয়ামী লীগ জেলায় শক্তিশালী

ঝিনাইদহ আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি বলেছেন, আগের যে-কোনো সময়ের তুলনায় জেলা আওয়ামী লীগ শক্তিশালী। আমি মনে করি দলে যত বিভেদই থাকুক না কেন, সংসদ নির্বাচনের সময় সব এক হয়ে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে চেষ্টা করে যাবেন। দলের অবস্থা সম্পর্কে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পরাজয় সম্পর্কে আবদুল হাই বলেন, যারা নির্বাচিত হয়েছেন তারা তো আওয়ামী লীগেরই লোক। তারা দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট করে জিতেছেন। বড় সব দলেরই নেতা-কর্মীদের চাওয়া-পাওয়া থাকে। কিন্তু সবার তো সব দাবি পূরণ করা সম্ভব নয়। তাই দল যাদের যোগ্য মনে করেছে তাদের মনোনয়ন দিয়েছে।

তিনি বলেন, সামনে জেলা সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন মানে যে নেতা-কর্মীরা বাদ পড়ে যাবেন তা নয়। গণতান্ত্রিক উপায়ে আওয়ামী লীগ দল পরিচালনা করে থাকে। নতুন নেতা নির্বাচন করার জন্য সম্মেলন একটি গুরুত্ব বহন করে। তিনি বলেন, বিগত দিনে ঝিনাইদহে বিএনপির আধিপত্য ছিল। কিন্তু এখন এখানে আওয়ামী লীগ অনেক শক্তিশালী। আমরা রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি। আগামী দিনেও রাজপথ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে ও সংগঠনকে আরও শক্তিশালী করতে রোডম্যাপ তৈরি করছি। প্রতিটি দলেই নেতা-কর্মীদের মধ্যে কমবেশি বিভেদ থাকে। আমাদের দলও এর বাইরে নয়। নেতারা যতটুকু পারছেন তা কমানোর চেষ্টা করে যাচ্ছেন। জেলায় নেতা-কর্মীদের মধ্যে কিছুটা মতপার্থক্য আছে। তবে তা ধর্তব্য নয়। জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, বিগত ইউনিয়ন, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচনে অধিকাংশ জায়গায় দলীয় প্রার্থীর পরাজয় ঘটলেও আমরা বিচলিত হইনি। কারণ যারা নির্বাচিত হয়েছেন তারা অধিকাংশই আমাদের নেতা-কর্মী। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলার চারটি আসনে দলীয় নেতা-কর্মীরা সক্রিয়। আশা করি বিএনপি-জামায়াত নির্বাচনে এলেও আমাদের প্রার্থীকে পরাজিত করতে পারবে না।

সর্বশেষ খবর