শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শিকারির কাছ থেকে উদ্ধার বক অবমুক্ত

নাটোর প্রতিনিধি

শিকারির কাছ থেকে উদ্ধার বক অবমুক্ত

নাটোরের গুরুদাসপুরে শিকারির কাছ থেকে উদ্ধার করা ২৫টি বক মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। গতকাল কাকডাকা ভোরে উপজেলা সদরের ৪টি মাঠে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। এ সময় পাখি শিকারের জন্য তৈরি ৭টি (কিল্লা ঘর) ফাঁদ ধ্বংস করা হয়েছে। অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হাসান ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান তানিম। তারা জানান, শীতে চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর উপজেলায় বিপুলসংখ্যক অতিথি পাখি আসে। খাবারের সন্ধানে এ পাখিগুলো বেশির ভাগ সময় ধানের জমির মাঠে যায়। সেই সুযোগে কিছু অসাধু ব্যক্তি বাঁশ, বেতের পাতা, দড়ি ও কলা পাতাসহ বিভিন্ন উপকরণ দিয়ে এক ধরনের ফাঁদ তৈরির মাধ্যমে পাখি শিকার করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিকারির কাছ থেকে পাখি উদ্ধার করে ম্ক্তু আকাশে অবমুুক্ত করি। চতুর শিকারিরা পালিয়ে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি। প্রশাসন যদি শিকারিদের আইনের আওতায় আনত তাহলে পাখি শিকার অনেকটাই কমে আসত।

 আমরা অভিযান অব্যাহত রেখেছি।

সর্বশেষ খবর