বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

দলের নেতা-কর্মীরা উজ্জীবিত

-------- আল মামুন সরকার

দলের নেতা-কর্মীরা উজ্জীবিত

আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিগুলো বেশির ভাগ ক্ষেত্রে জেলায় ঢিলেঢালাভাবে পালন করা হয়। সাধারণ নেতা-কর্মীরা আসতে চায় না। ১৫ আগস্ট, পদ্মা সেতুর উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে শহরের স্কুল-কলেজের শিক্ষার্থীদের দিয়ে গণজমায়েত করা হয়েছে। সাংগঠনিক প্রচার-প্রচারণা ঝিমিয়ে পড়েছে। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলছেন, সামনেই দলের সম্মেলন, যাকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত। ২০১৪ সালের ২৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। এরপর দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় সংগঠনের মধ্যে এক ধরনের বন্ধ্যত্ব বিরাজ করছে। যদিও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, দল ঐক্যবদ্ধ। অতীতের তুলনায় দল অনেক শক্তিশালী। এটি একটি নির্বাচনমুখী দল। দলীয় কর্মীরা শেখ হাসিনাকে ফের ক্ষমতায় রাখার জন্য ঐক্যবদ্ধ। আল মামুন সরকার বলেন, জেলা আওয়ামী লীগের সম্মেলন করার জন্য বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের ৩০ জুলাই, ২৯ অক্টোবর ও ২ নভেম্বর সম্মেলনের তারিখ ছিল। বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়নি। সম্প্রতি আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ১২ নভেম্বর সম্মেলন করার ঘোষণা দেন। তিনি বলেন, প্রত্যেকে যার যার অবস্থান থেকে সম্মেলন সফল করার প্রস্তুতি নিচ্ছে।

সর্বশেষ খবর