বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

লামায় বন্যহাতির আক্রমণে চার দিনে তিন মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চার দিনে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে তিনজন প্রাণ হারান।

লামা থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, সোমবার দিবাগত রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের ফাদুর বাগানপাড়া এলাকায় সবশেষ ঘটনাটি ঘটে। এ সময় কাজ সেরে বাড়ি ফেরার পথে একদল বন্য হাতির সামনে পড়ে চিংসাথুই মারমা (৫০)। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর সময় একটি হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে তাকে আছাড় মেরে চলে যায়। স্থানীয়রা ছুটে এসে তাকে পার্শ্ববর্তী কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু ঘটে।

এর আগে ৪ নভেম্বর রাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের সোহরাব পাড়া, মারমা বাজার ও জামাল পাড়া গ্রামে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত হন খতিজা বিবি (৬৫) এবং আমির আলী (৫০)। লামা বন বিভাগের ডিএফও আরিফুল হক জানান, ফাইতং এলাকাটি হাতির চলাচলের করিডোর হিসেবে চিহ্নিত। এলাকাটিতে নানা অবকাঠামো গড়ে ওঠায় হাতির চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে মাঝে মাঝে বন্য হাতি আক্রমণের ঘটনা ঘটতে পারে।

সর্বশেষ খবর