বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

৪২ শতাংশ রিকশাচালক শ্রবণ সমস্যায় ভুগছেন

নিজস্ব প্রতিবেদক

শব্দদূষণের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশন এলাকার প্রায় ৪২ শতাংশ রিকশাচালকের শ্রবণজনিত সমস্যা রয়েছে। পেশাগত দায়িত্ব পালনে সড়কে থাকা ট্রাফিক পুলিশের ৩১ শতাংশ এই সমস্যায় ভুগছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের ‘বাংলাদেশের রাজপথে শব্দদূষণ এবং শব্দদূষণের কারণে রাজপথে কর্মরত পেশাজীবীদের শ্রবণসমস্যা’ নিয়ে করা এক গবেষণা জরিপে এই তথ্য উঠে এসেছে। গতকাল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইয়েন্সের ইব্রাহিম অডিটোরিয়ামে গবেষণা জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। প্রধান গবেষক ড. সাইকা নিজাম জানান, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন, রাজশাহী, কুমিল্লা এবং সিলেট সিটি করপোরেশনে চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত এই গবেষণা জরিপ চালানো হয়। জরিপের আওতায় এসব এলাকার শব্দদূষণ পরিমাপ করা হয়েছে। এছাড়া সড়কে কর্মরত ৬৪৭ জন পেশাজীবীর শ্রবণশক্তি পরিমাণ করা হয়েছে। ১৯২ জন ট্রাফিক পুলিশ, ৭৪ জন রিকশাচালক, ১৩৪ জন সিএনজিচালিত অটোরিকশাচালক, ৫৯ জন দোকানদার, ১২২ জন ট্রাক-বাসের চালক ও হেলপার, ৩৪ জন ব্যক্তিগত গাড়ির চালক এবং ৩২ জন মোটরসাইকেল চালক রয়েছেন।

সর্বশেষ খবর