বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

পঞ্চাশ বিঘায় মাল্টা কমলা ড্রাগনের চাষ

ঝিনাইদহ প্রতিনিধি

পঞ্চাশ বিঘায় মাল্টা কমলা ড্রাগনের চাষ

কাজের প্রতি আন্তরিকতা থাকলে যে কোনো কাজে সফলতা পাওয়া যায়, তা দেখিয়ে দিয়েছেন আক্তারুজ্জামান। তার চাষ পদ্ধতি আর সফলতার ফলে এলাকার কৃষকদের মাঝে হয়ে উঠেছেন আদর্শ ও অনুকরণীয়। বর্তমানে তার ৫০ বিঘা জমিতে ড্রাগন, মাল্টা, কমলা রয়েছে। গত বছর প্রায় কোটি টাকার ফল বিক্রি করেছেন। এবারও তিনি প্রায় দেড় কোটি টাকার ড্রাগন, মাল্টা বিক্রির আশা করছেন। আক্তারুজ্জামান যুব উন্নয়ন  অধিদফতর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এক সফল উদ্যোক্তার গল্প শুনে, অনুপ্রাণিত হয়ে ও প্রশিক্ষণ গ্রহণ করেন। ৩০ হাজার টাকা ঋণসহ আরও কিছু টাকা মিলিয়ে গড়ে তোলেন এগ্রো ফার্ম। ১৫ বিঘা জমিতে পেঁপে ও কলা দিয়ে শুরু, এরপর ১২ বিঘা জমিতে কুল চাষ। শুরু করেন পেয়ারা চাষও। একই বছর পেয়ারার সঙ্গে ২০ বিঘা জমিতে সমন্বিত পদ্ধতিতে মাল্টা এবং ১০ বিঘা জমিতে কমলার চাষ শুরু করেন। পরের বছর ২০ বিঘা জমিতে পেয়ারার সঙ্গে ড্রাগনের চাষ করেন।

সর্বশেষ খবর