শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিপাকে রুশ সেনারা

খেরসন থেকে প্রত্যাহার

প্রতিদিন ডেস্ক

বিপাকে রুশ সেনারা

প্রতিদিনই অগ্রসর হচ্ছে ইউক্রেনের সেনা সদস্যরা -এএফপি

ইউক্রেনে বিপাকে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী। দেশটির অধিকৃত খেরসন নগরীতে সমর রসদ সরবরাহ অব্যাহত রাখা সম্ভব না হওয়ায় সেখান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। গত ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর রুশ বাহিনী দেশটির যেসব অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়, তার মধ্যে খেরসনই একমাত্র আঞ্চলিক রাজধানী। বিবিসি, রয়টার্স।

গত কয়েক মাসে ইউক্রেনের সেনাবাহিনী যে পাল্টা আক্রমণ চালাচ্ছে তাতে বিপাকে পড়া রুশ বাহিনীর জন্য এটা বড় আঘাত বলে উল্লেখ করেছে বিবিসি। তারা বলছে, ক্রেমলিনের জন্য এটা অপমানজনকও বটে। রাশিয়ার সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি আলোচনার মাধ্যমে খেরসন থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। ইউক্রেনে রাশিয়ার কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন প্রতিরক্ষামন্ত্রী শোইগুকে জানান, তাদের পক্ষে খেরসন নগরীতে সমর রসদ সরবরাহ অব্যাহত রাখা আর সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে সবচেয়ে বুদ্ধিমান বিকল্প হবে নিপ্রো নদীর অপর পাড়ে (পূর্বাঞ্চল) প্রতিরক্ষা গড়ে তোলা।’ এদিকে খেরসন শহর থেকে রাশিয়া সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর ওই অঞ্চলটির দিকে অগ্রসর হতে শুরু করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। তবে প্রকাশ্যে রাশিয়ার এই নির্দেশ নিয়ে সতর্কতা অবলম্বন করছে কিয়েভ। ইউক্রেনীয় কর্মকর্তারা সতর্ক করে বলছেন, রাশিয়া খেরসনকে একটি ‘মৃত্যু নগরীতে’ পরিণত করতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন খেরসন থেকে সেনা প্রত্যাহারের ওই আলোচনায় অংশ নেননি। অথচ, গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে রাশিয়ার সঙ্গে খেরসনসহ ইউক্রেনের আরও চারটি অঞ্চলের সংযুক্তির ঘোষণা পুতিন নিজে দিয়েছিলেন। সেনা প্রত্যাহারের ঘোষণা অল্প সময় আগে রাশিয়ার সংবাদমাধ্যম খেরসনে তাদের উপ-গভর্নর কিরিল স্ট্রেমোউসভ নিহত হওয়ার খবর প্রকাশ করে। গাড়ি বিস্ফোরণে তিনি নিহত হন। খেরসনে রাশিয়ার দখলদারিত্ব যারা দৃঢ়ভাবে সমর্থন করেছেন তাদের অন্যতম ছিলেন স্ট্রেমোউসভ। আগ্রাসী বক্তব্যের জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর