শিরোনাম
শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিএনপি প্রতিজ্ঞা করুক আগুনসন্ত্রাস করবে না : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরা প্রতিজ্ঞা করুক, তারা আগুনসন্ত্রাস করবে না। সেটি তারা মাঠে বাস্তবায়ন করুক। সমাবেশে লাঠি নিয়ে কেন তাদের নেতা-কর্মীদের বের হতে হবে? জাতীয় পতাকা লাঠির সঙ্গে বেঁধে তারা আন্দোলন করবে, এটাও তো আরেক সন্ত্রাস। এটা বন্ধ করতে হবে।

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গতকাল সকালে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি সরকারে থাকতেও গণতন্ত্রের ক্ষতি করেছিল, বিরোধী দলে গিয়েও তারা গণতন্ত্রের ক্ষতি করেছে। তিনি বলেন, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, এটি কোনো ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন নয় যে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। আমাদের নেত্রী শেখ হাসিনা স্বৈরাচার থেকে গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার আন্দোলন করেছেন। আমরা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের এ লড়াই অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, আবদুস সোবহান গোলাপ, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, সুজিত রায় নন্দী, অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, বিপ্লব বড়ুয়া, শামসুন নাহার চাঁপা, সায়েম খান, আমিরুল ইসলাম মিলন, এ বি এম রিয়াজুল কবির কাউছার, মারুফা আক্তার পপি, আনিসুর রহমান, আজিজুস সামাদ আজাদ ডন, সৈয়দ আবদুল আউয়াল শামীম। আওয়ামী লীগের পর শহীদ নূর হোসেনের প্রতি যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান।

সর্বশেষ খবর