শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সাগরে ফের লঘুচাপ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ তৈরি হয়েছে। বর্তমানে এটি শ্রীলঙ্কার অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়েছে।

তবে আপাতত বাংলাদেশের ওপর লঘুচাপের তেমন কোনো প্রভাবের কথা জানায়নি আবহাওয়া অধিদফতর।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ী মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর আগে নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছিল, এ মাসেই বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। গত ২৪ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূল অতিক্রম করে। সেই ঝড়ে অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল তাড়াশ, শ্রীমঙ্গল, চট্টগ্রাম ও কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর