শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বশেমুরবিপ্রবি শিক্ষকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো চলছে। চলমান কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। তবে ভর্তি-সংক্রান্ত কার্যক্রম চলেছে। সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের  উপচার্যের সঙ্গে শিক্ষক নেতৃবৃন্দের বৈঠক চলছে। বৈঠক শেষে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে শিক্ষকরা জানিয়েছেন। আর আলোচনা ফলপ্রসূ হলে আন্দোলন স্থগিত হতে পারে বলেও সূত্র জানায়। দুই দফা দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান এক বিজ্ঞপ্তিতে জানান, রিজেন্ট বোর্ডে ইউজিসি কর্তৃক প্রেরিত অভিন্ন নীতিমালা অনুমোদন ও বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে আইসিটি পার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করার প্রতিবাদে বুধবার সকাল থেকে ক্লাস বর্জন করেন শিক্ষকরা। ফলে বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণি কক্ষে তালা ঝুলানো রয়েছে। সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রেখেছেন তারা। শিক্ষার্থীরা শিক্ষকদের সমস্যা সমাধান করে দ্রুত পাঠদান শুরু করার দাবি জানিয়েছেন। তা না হলে তারা সেশনজটসহ লেখাপড়ায় পিছিয়ে পড়বে বলে মত প্রকাশ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে গতকাল বৈঠক হয়েছে। সে বৈঠকে কোনো ফলপ্রসূ ফলাফল আসেনি বলে একটি সূত্র জানিয়েছে। তবে শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের সিদ্ধান্ত প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষকদের কোনো প্রেস রিলিজ পাওয়া যায়নি।

 

সর্বশেষ খবর