শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগে প্রতিযোগিতা আছে প্রতিহিংসা নেই

------- এমপি আবু জাহির

আওয়ামী লীগে প্রতিযোগিতা আছে প্রতিহিংসা নেই

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেছেন, হবিগঞ্জে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনগুলোর মধ্যে প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসা নেই। আওয়ামী লীগ যেহেতু একটি বিশাল রাজনৈতিক দল তাই একাধিক নেতা নেতৃত্বে আসতে চান এবং নির্বাচন করতে চান। এই প্রতিযোগিতা রয়েছে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। মো. আবু জাহির বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক সংগঠন। তাই গঠনতান্ত্রিকভাবেই জেলা আওয়ামী লীগ নিয়মিত সম্মেলন করে আসছে। ইউনিয়ন থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত সম্মেলন হচ্ছে।

হবিগঞ্জ-৩ আসনের এই এমপি বলেন, ‘আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। তাই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গণমানুষের সেবায় কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের আমলে হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে স্বপ্ন পূরণ হয়েছে হবিগঞ্জবাসীর। এ ছাড়া হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালু, বলভদ্র ব্রিজ নির্মাণ, আঞ্চলিক মহাসড়ক, স্পেশাল ইকোনমিক জোনসহ বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য শিল্প-কারখানা। যার ফলে এখন হবিগঞ্জ একটি শিল্পাঞ্চলে রূপান্তরিত হয়েছে। এর বাইরেও অসংখ্য স্কুল, কলেজ, মাদরাসা নতুন নতুন করে সৃষ্টি করেছে আওয়ামী লীগ। করা হয়েছে এমপিওভুক্ত।’ তিনি বলেন, বিএনপির জন্মই হয়েছে ষড়যন্ত্র, চক্রান্ত ও হত্যার মধ্য দিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছিল। কিন্তু আওয়ামী লীগ বাঁকা পথে যড়যন্ত্র-চক্রান্তে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি যতই আন্দোলন-সংগ্রামের হুংকার দিক না কেন, তা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। এই এমপি বলেন, ‘হবিগঞ্জ জেলাকে দ্বিতীয় গোপালগঞ্জ বলা হয়ে থাকে। এ জেলা আওয়ামী লীগের ঘাঁটি। অতীতের মতো আগামী নির্বাচনেও হবিগঞ্জের চারটি আসনই শেখ হাসিনাকে উপহার দিতে পারব বলে আমরা শতভাগ আশাবাদী। এ ছাড়া জেলা আওয়ামী লীগের ১০টি সাংগঠনিক ইউনিট রয়েছে। ইতোমধ্যে সাতটি ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সাংগঠনিকভাবে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে।’

সর্বশেষ খবর