শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ কমিশন প্রয়োজন

------- এম এ মুনিম চৌধুরী বাবু

সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ কমিশন প্রয়োজন

হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, ‘জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচন থেকে কখনো বিরত থাকতে চাই না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আর কোনো সুযোগ নেই। তবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ কমিশন প্রয়োজন, যার মাধ্যমে দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’ বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি মানুষের জন্য রাজনীতি করে। দেশের মানুষের কল্যাণে কাজ করে। জেলায় তৃণমূল জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। আর দলকে শক্তিশালী করতে জেলা নেতারা নিরবচ্ছিন্ন পরিশ্রম করেছেন। শুধু আমার সংসদীয় আসন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নয়, জেলাজুড়ে তৃণমূল জাতীয় পার্টিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।’ তিনি বলেন, এখন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা প্রাণোচ্ছল। কোন্দল-ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে নিরলস কাজ করে যাচ্ছেন। সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, ‘নবীগঞ্জ-বাহুবল যখন জাতীয় পার্টির আসন ছিল, তখন এখানে দুটি কলেজ, দুটি হাইস্কুল, ১৩৩টি নতুন রাস্তা, ১৩৫টি গ্রামে বিদ্যুতায়ন, ৬০টি ব্রিজ নির্মাণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অসংখ্য বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। সংস্কার করা হয়েছে বহু রাস্তাঘাট। বিরোধী দলে থেকেও আমরা এসব কাজ করেছি। কিন্তু এখন এই আসনটি আওয়ামী লীগের। আওয়ামী লীগ এ এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি।’

সর্বশেষ খবর